নির্বাচন ব্যবস্থা সংস্কারে প্রায় দেড়শোটি সুপারিশ দিয়েছে ইসি সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার জানান, ১৬টি ক্ষেত্র প্রায় ১৫০টি সুপারিশ দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার যেসব সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে- ১. ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। ২. বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে। ৩. রাষ্ট্রপতি হবে নির্দলীয়। ৪. তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেয়া। ৫. ২০ জন সদস্য নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার। ৬. জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে। ৭. দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর যেনো কেউ রাষ্ট্রপতি...
যেসব প্রস্তাব দিলো নির্বাচন সংস্কার কমিশন
অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ইলেক্টোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ ভোটে
অনলাইন ডেস্ক
সংবিধান সংস্কারে আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আলী রীয়াজ নেতৃত্বাধীন কমিশন সুপারিশ জমা দিয়েছে। সুপরিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর)। রাষ্ট্রপতি সর্বোচ্চ দুই বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। রাষ্ট্রপতি নির্বাচক মন্ডলীর (ইলেক্টোরাল কলেজ) সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন। সুপারিশে বলা হয়, নিম্নলিখিত ভোটারদের সমন্বয়ে নির্বাচক মন্ডলী (ইলেক্টোরাল কলেজ) গঠিত হবে - অ. আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট; আ. প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট [উদাহরণ: ৬৪ টি জেলা সমন্বয় কাউন্সিল থাকলে ৬৪টি ভোট]; ই. প্রতিটি সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট। এতে আরও বলা হয়, রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্নকক্ষ...
পিএসসি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার
অনলাইন ডেস্ক
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ বুধবার (১৫ জানুয়ারি) এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনার পিএসসির বিভিন্ন সংস্কার ও গতিশীলতার বিষয়ে প্রশংসা করেন এবং আগামী পাঁচ বছরে পিএসসির কী কী সংস্কার ও পরিবর্তন আনা হবে, সে বিষয়ে চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেন। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস পিএসসির রূপান্তর পরিকল্পনা ও কৌশলগত পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন। সারাহ কুক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে একটি আধুনিক, গতিশীল ও মর্যাদাপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত...
নিম্নকক্ষে ১০০ আসনে নারীদের প্রতিদ্বন্দ্বী হবেন কেবল নারীরাই
অনলাইন ডেস্ক
সংবিধান সংস্কারে আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আলী রীয়াজ নেতৃত্বাধীন কমিশন সুপারিশ জমা দিয়েছে। সেখানে কমিশন একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব করছে; একটি নিম্নকক্ষ জাতীয় সংসদ (National Assembly) এবং একটি উচ্চকক্ষ (Senate-সিনেট) । উভয় কক্ষের মেয়াদ হবে ৪ বছর। নিম্নকক্ষে ৪০০ এর মধ্যে ১০০ জন নারী সদস্য সারাদেশের সকল জেলা থেকে ১০০ নির্বাচনি এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন বলে প্রস্তাবনায় বলা হয়েছে। নিম্নকক্ষের প্রস্তাবনায় বলা হয়, ১। নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। ৪০০ (চারশো) আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। ৩০০ (তিনশো) জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আরো ১০০ জন নারী সদস্য সারা দেশের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর