বরগুনায় শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়ার দেশীয় অস্ত্র হাতে চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে পরে। গোলাম কিবরিয়া বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ১৭ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কোন একটা বিষয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র (রামদা) হাতে প্রতিপক্ষের লোকজনের উপর চাড়াও হন কিবরিয়া। এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিবরিয়াকে বাঁধা দিয়ে শান্ত করতে চেষ্টা করে। তবে ভিডিওতে কাউকে হতাহত হতে দেখা যায়নি। এটি বরগুনা পৌর শহরের সাহা পট্টি এলাকায় কিবরিয়ার বাসভবনের ঘটনা বলে ধারণা করছেন অনেকে তবে এর সত্যতা কেউ নিশ্চিত করতে পারেননি। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপের বিষয়ে কথা বলতে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়ার বাসায়...
অস্ত্র হাতে চড়াও শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
বরগুনা প্রতিনিধি
পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত, আহত ২
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। মাসুদসহ তারা তিনজনই বুয়েটের সিএসই বিষয়ে দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী। মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী হাসান বুয়েট আহসানউল্লাহ হলে থাকে। রাতে তিনজনই মোটরসাইকেল নিয়ে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি...
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় নিহত ৩
অনলাইন ডেস্ক
সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আরও পড়ুন লন্ডনে স্থায়ীভাবে বসবাসের জন্য ভারত ছাড়ছেন কোহলি-আনুশকা! ২০ ডিসেম্বর, ২০২৪ প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।...
সাদ অনুসারী মোয়াজ বিন নুর গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাবলীগ জামাতের সাদপন্থি মোয়াজ বিন নুরকে। মোয়াজ বিন নুর (৪০) উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ইজতেমা ময়দানে সংঘর্ষ ও নিহতের ঘটনায় গতকাল মামলা করা হয়। মামলায় মাওলানা সাদ কান্ধলভীর ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুর। ওসি বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি করেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর