প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শতাধিক নারী। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় এ মিছিল বের করা হয়। মিছিলে নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না, ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নারীদের। পরে মিছিলে সংহতি জানিয়ে যোগদেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় নারীরা বলেন, লালমাটিয়াসহ পুরো ঢাকা শহর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এমনকি এসবের প্রতিবাদ করলে তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমেও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া আমেনা ইসলাম নামের এক নারী...
প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল
অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর থেকে সাবেক এমপি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে আজ রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে। News24d.tv/তৌহিদ
সরকারি যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলতে গণবিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক

রাজধানীতে সরকারি যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (০৫ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে, সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক আইন ভঙ্গ (সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি) করছেন। এতে করে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য যানবাহনের চালকরা এ ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন। ফলে ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ বাড়ছে। তাছাড়া আইন প্রয়োগের সময় অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে দুর্ব্যবহার করে থাকেন, ফলে অনেক ক্ষেত্রে ফৌজদারি...
রোজায় অলিগলিতেও যেভাবে কাজ করছে পুলিশ
অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে রাজধানীর প্রধান সড়কগুলোর পাশাপাশি এবার অলিগলিতেও যানজট বৃদ্ধি পেয়েছে। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর দ্রুত বাসায় ফেরার তাড়া থাকে সবার মাঝে। যে কারণে শুধু প্রধান সড়ক নয়, পাড়া-মহল্লার রাস্তাগুলোও যানজটে স্থবির হয়ে পড়ে। ইফতারের ঠিক আগে যান চলাচল স্বাভাবিক রাখতে এবার অলিগলিতেও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বনানী, যাত্রাবাড়ী, উত্তরা, মতিঝিল, ফার্মগেট, পুরান ঢাকা, ধানমন্ডি ও গুলশানসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, পুলিশের টহল ও ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপরতা বেড়েছে। মহল্লার গুরুত্বপূর্ণ মোড় ও গলির মুখে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন। ট্রাফিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর