রংপুর বিভাগের ৮ জেলায় জয়ী হলেন যারা

রংপুর বিভাগ

রংপুর বিভাগের ৮ জেলায় জয়ী হলেন যারা

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ইতোমধ্যে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ও তালিকা প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত ২৯৯ টির মধ্যে ২৯৮টি আসনের ফল জানা গেছে। রংপুর বিভাগের আট জেলার মোট ৩৩টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২টি, জাতীয় পার্টি ৪টি এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসনে জয়ী হয়েছেন।  

পঞ্চগড়

পঞ্চগড়-১ আসনে বিজয়ী ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

নিকটতম স্বতন্ত্র আনোয়ার সাদাত সম্রাট পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।  

পঞ্চগড়-২ আসানে বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি। পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট। নিকটতম লাঙ্গলের লুৎফর রহমান দিপন পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন এমপি। তিনি পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৩১৩ ভোট। নিকটতম জাপার রেজাউর রাজী পান ১৩ হাজার ৯৪০ ভোট।  

ঠাকুরগাঁও-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মাজহারুল ইসলাম। পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট।  নিকটতম স্বতন্ত্র আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭ হাজার ২৩৫ ভোট।  

ঠাকুরগাঁও-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি। তিনি পেয়েছেন ১ লাখ  ৬ হাজার ৭১৪ ভোট। নিকটতম স্বতন্ত্র অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট।

দিনাজপুর

দিনাজপুর-১ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র জাকারিয়া (জাপা)। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট। নিকটতম আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল এমপি পান ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট।  

দিনাজপুর-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট। নিকটতম স্বতন্ত্র আনোয়ার চৌধুরী জীবন পান ১০ হাজার ৩৫৯ ভোট।  

দিনাজপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ইকবালুর রহিম বাবু এমপি। তিনি পেয়েছেন  ১ লাখ ৮ হাজার ২৫৪ ভোট। নিকটতম স্বতন্ত্র বিশ্বজিত কুমার ঘোষ পান ৫৪ হাজার ৩৮ ভোট।  

দিনাজপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী এমপি। তিনি পান ৯৬ হাজার ৪৪৭ ভোট। নিকটতম স্বতন্ত্র তারিকুল ইসলাম পান ৬২ হাজার ৪২৪ ভোট।  

দিনাজপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি বলেন ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট। নিকটতম স্বতন্ত্র হযরত আলী বেলাল পান ২৬ হাজার ৪৮২ ভোট।  

দিনাজপুর-৬ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শিবলী সাদিক এমপি। তিনি পান ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট। নিকটতম স্বতন্ত্র আজিজুল হক চৌধুরী পান ৮২ হাজার ৫১৫ ভোট।

নীলফামারী

নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার এমপি। তিনি পান ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট। নিকটতম জাতীয় পার্টির তসলিম উদ্দিন পান ২৪ হাজার ৬৬১ ভোট।  

নীলফামারী-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর এমপি। তিনি পান ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। নিকটতম স্বতন্ত্র জয়নাল আবেদিন পান ১৫ হাজার ৬৮৪ ভোট।  

নীলফামারী-৩ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র সাদ্দাম হোসেন পাভেল। তিনি পান ৩৯ হাজার ৩২৫ ভোট।  নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মার্জিয়া সুলতানা পান ২৫ হাজার ২০৫ ভোট।  

নীলফামারী-৪ আসনে বিজয়ী হন জাতীয় পার্টির ছিদ্দিকুল আলম সিদ্দিক। তিনি পান ৬৯ হাজার ৯১৪ ভোট। নিকটতম স্বতন্ত্র মুখছেদুল মুমিন পান ৪৫ হাজার ৩০৯ ভোট।

লালমনিরহাট

লালমনিরহাট-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মোতাহার হোসেন। তিনি পান ৯৮ হাজার ৯০৩ ভোট। নিকটতম স্বতন্ত্র আতাউর রহমান প্রধান পান ৭৪ হাজার ৩২ ভোট।  

লালমনিরহাট-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ এমপি। তিনি পান ৯৭ হাজার ২৪০ ভোট, নিকটতম স্বতন্ত্র সিরাজুল হক পান ৫০ হাজার ৫০০ ভোট।  

লালমনিরহাট-৩ আসেন বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মতিয়ার রহমান। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪০১ ভোট। নিকটতম স্বতন্ত্র জাবেদ হোসেন পান ১২ হাজার ৮০৮ ভোট।  

রংপুর

রংপুর-১ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র আসাদুজ্জামান বাবলু। তিনি পান ৭৩ হাজার ৯২৭ ভোট। নিকটতম স্বতন্ত্র মসিউর রহমান রাঙ্গা পান ২৪ হাজার ৩৩২ ভোট।  

রংপুর-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি। তিনি পান ৮১ হাজার ৫৯৯ ভোট। নিকটতম স্বতন্ত্র বিশ্বনাথ সরকার বিটু পান ৬১ হাজার ৫৮৩ ভোট।  

রংপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের। তিনি পেয়েছেন ৮১ হাজার ৮৬৮ ভোট। নিকটতম স্বতন্ত্র আনোয়ারা ইসলাম রানী পান ২৩ হাজার ৩২৬ ভোট।  

রংপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের টিপু মুনশি এমপি। তিনি পান ১ লাখ ২১ হাজার ৮৯৩ ভোট। নিকটতম জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল পান ৪১ হাজার ১২৫ ভোট।  

রংপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র জাকির হোসেন সরকার। তিনি পান ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট। নিকটতম আওয়ামী লীগের রাশেক রহমান পান ৭৪ হাজার ৫৯০ ভোট।  

রংপুর-৬ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি পান ১ লাখ ৮ হাজার ৬৩৫ে ভোট। নিকটতম স্বতন্ত্র সিরাজুল ইসলাম পান ৩৬ হাজার ৮৩২ ভোট।

কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান। তিনি পান ৮৮ হাজার ৪০৫ ভোট। নিকটতম জাকের পার্টির আবদুল হাই পান ৬১ হাজার ১২৩ ভোট।

কুড়িগ্রাম-২ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ডা. হামিদুল হক খন্দকার। তিনি পান ১ লাখ ১ হাজার ৯২৯ ভোট। নিকটতম জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ এমপি পান ৪৭ হাজার ১০০ ভোট।

কুড়িগ্রাম-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। তিনি পান ৫৪ হাজার ৪৪৯ ভোট। নিকটতম স্বতন্ত্র আক্কাস আলী সরকার পান ৩৪ হাজার ৩৬০ ভোট।  

কুড়িগ্রাম-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিপ্লব হাসান পলাশ। তিনি পান ৮১ হাজার ১৩২ ভোট, নিকটতম স্বতন্ত্র মজিবুর রহমান বঙ্গবাসী পান ১২ হাজার ৬৫২ ভোট।  

গাইবান্ধা

গাইবান্ধা-১ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রকৌশলী নাহিদ নিগার। তিনি পান ৪৪ হাজার ৪৮৯ ভোট।  নিকটতম জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী পান ২৪ হাজার ৩১৯ ভোট।  

গাইবান্ধা-২ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শাহ সারোয়ার কবীর। তিনি পান ৬৪ হাজার ১৯০ ভোট। নিকটতম জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার পান ৬১ হাজার ৩৭ ভোট।  

গাইবান্ধা-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। তিনি পান  ৪১ হাজার ১১৬ ভোট। নিকটতম স্বতন্ত্র মফিজুল হক সরকার পান ২২ হাজার ৮১২ ভোট।

গাইবান্ধা-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ। তিনি পান ২ লাখ ১ হাজার ১৭১ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী পান ২৭ হাজার ৪৫০ ভোট।  

গাইবান্ধা-৫ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন এমপি। তিনি পান ১ লাখ ৮ হাজার ৩৯ ভোট। নিকটতম স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী পান ৬৩ হাজার ৬০৮ ভোট।