মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেলেন নেত্রকোনার কেন্দুয়ার অপূর্ব মিয়া (২৭)। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অপূর্বর শরীরে তার মা জোসনা আক্তারের (৫২) একটি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। অপূর্বর চাচাতো ভাই জামিল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। জামিল জানান, অপূর্ব ও তার মা বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অপূর্বর কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে এবং মা-ছেলে দুজনই আশঙ্কামুক্ত। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। অপূর্বর নতুন জীবন পাওয়ায় সবার কাছে তাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান তমাল বলেন, অপূর্ব আমাদের গ্রামের এক প্রাণবন্ত যুবক। অত্যন্ত মিশুক ও বন্ধুবৎসল। যখন জানতে পারলাম সে কিডনি রোগে আক্রান্ত, সবাই মর্মাহত...
মায়ের কিডনিতে নতুন জীবন পেলেন অপূর্ব
অনলাইন ডেস্ক
আখক্ষেতে পাওয়া গেলো মাথার খুলি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আখক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় খুলির পাশ থেকে জুতা ও পাঞ্জাবি পাওয়া গেছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপড়তলী ঈদগাহ ময়দানের পাশে আখক্ষেত থেকে এসব উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমে স্থানীয়রা মাথার খুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি, জুতা ও পুরাতন পাঞ্জাবি উদ্ধার করে। ওসি আরও বলেন, ইউনিয়নের ঝাপড়তলী হাফিজিয়া মাদ্রাসা থেকে গত ৩০ শে নভেম্বর নোমান ইসলাম (১২) নামে একটি বাচ্চা হারিয়ে যায়।গত ১২ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরে জানা যাবে প্রকৃত ঘটনা হত্যাকাণ্ড নাকি অন্যকিছু।...
নাফ নদে চোরাকারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গুলিবিনিময়, নিহত ১
অনলাইন ডেস্ক
কক্সবাজারের টেকনাফের নাফ নদে চোরাকারবারিদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের গুলিবিনিময়ে জালাল উদ্দিন (৩৫) নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নাইক্ষ্যং দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে মাদক ও অস্ত্রসহ ১৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা বলে জানিয়েছে কোস্ট গার্ড। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে জানা যায় যে মিয়ানমার থেকে একটি ট্রলারে মাদকের বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। টহলরত কোস্ট গার্ড বোটটিকে থামার নির্দেশ দিলে চোরাকারবারিরা তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড থামার সংকেত দিলে ট্রলার থেকে চোরাকারবারিরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।...
মাদারীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নারীর
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী। স্থানীয়রা জানায়, ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরেই রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি রেললাইনের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন বলে ধারণা করছেন তারা। পরে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর