বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও ছয়জন সদস্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আলাদা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব আবুল হায়াত মো. রফিক। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী এবং অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান। এর আগে গত ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেওয়া হয় এবং চারটি সদস্য পদে নিয়োগ দেওয়া হয় নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা এবং মো. নাজমুল আমীন মজুমদারকে। পরে গত ৩১ অক্টোবর সরকার আরও পাঁচজন নতুন সদস্য নিয়োগ দেয়। তারা হলেন- চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো....
পিএসসিতে নতুন ৬ মুখ
অনলাইন ডেস্ক
৪৩তম বিসিএস থেকে ২৬৭ জন বাদ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো সরকার
নিজস্ব প্রতিবেদক
৪৩তম বিসিএসের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে ২৬৭ জন বাদ পড়ার চারদিকে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ বিষয়ে অবশেষে মুখ খুলল জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) নবনিয়োগ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সাময়িকভাবে ২ হাজার ১৬৩ জন প্রার্থীকে মনোনীত করে ২০২৪ সালের ২৫ জানুয়ারি সুপারিশ করে। বিসিএস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮৭ এর রুল-৪ এর বিধান মোতাবেক মোতাবেক বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রার্থীদের প্রাক-চরিত্র যাচাই-বাছাই শেষে সুপারিশ পাওয়া ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে ৫৯ জন,...
লেনদেন ১৩৪ কোটি: মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর ব্যবসায়িক প্রতিষ্ঠান এমএস প্রোমশনাল এর ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অসৎ লেনদেনের অভিযোগেঅনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস যিনি এম এস প্রমোশনালের (একটি বিজ্ঞাপনী সংস্থা) স্বত্বাধিকারী, তাদের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, বর্তমান স্থাবর সম্পত্তি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর পর মুন্নী সাহার আমানতের মধ্যে ১২০ কোটি...
দরিদ্র শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব
নিজস্ব প্রতিবেদক
সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাউনিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের দরিদ্র ও শীতার্ত ২ হাজার ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সারাহনাজ কমলিকা জামান। এছাড়াও, এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যদের তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উক্ত ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী; সামরিক কর্মকর্তা; অন্যান্য পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর