নারায়ণগঞ্জের আড়াইহাজারে মকবুল হোসেন ওরফে মুকুল (৪৫) নামের এক যুবককে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়ায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল উপজেলার জোকারদিয়া এলাকার কাবিল মেম্বারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের ওপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোকজন বাউল গানের আসর শেষে বাড়ি ফিরছিল। এসময় ওই স্থানে ডাকাতদের ফিসফিস শব্দ শোনে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। আরও জানা যায়, পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশ থেকে চার শতাধিক স্থানীয় লোকজন বের ডাকাতদলকে ঘেরাও দেয়। ৭ থেকে ৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে...
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
দৌলোদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি ) সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ৪টি ফেরি তীরে এসে পৌঁছেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো.সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গভীর রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে ফেরিতে তোলা হচ্ছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টা পর থেকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ রুটে ছোট বড় মোট ১২টি ফেরি চলাচল করছে।...
পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ
অনলাইন ডেস্ক
হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা পরিমাণ ছিল ৯৯ শতাংশ। তিনি আরও বলেন, উত্তরের হিমেল বাতাসে এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়াও গত কয়েক দিন ধরে...
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ট্রেনে বিশেষ সতর্কতা
অনলাইন ডেস্ক
কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যে ট্রেনে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের যথাযথ সতর্কতা অবলম্বন, লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন, অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে। এতে যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়া এবং রেলপথে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনা এড়াতে রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য রেলপথ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর