নিজের দলকে বিজয়ী দাবি করে নওয়াজের ভাষণ

লাহোরে নিজেদের জয় নিয়ে আশাবাদী নওয়াজ শরিফ বক্তৃতা দিয়েছেন

ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকলেও 

নিজের দলকে বিজয়ী দাবি করে নওয়াজের ভাষণ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলমান রয়েছে। ফলাফলে এখনো পর্যন্ত ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকলেও নিজেদের দলের বিজয় যেনো একরকম ঘোষণাই করেছেন প্রতিদ্বন্দ্বী পিএমএল-এন দলের নেতা নওয়াজ শরীফ। নির্বাচনে পিএমএল-এন-এর জয় দাবি করে লাহোরে ভাষণও দিয়ে ফেলেছেন তিনি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

লাহোরে জনসম্মুখে দেওয়া ভাষণে নওয়াজ জানান, 'আলহামদুলিল্লাহ, পিএমএল-এন আজকের নির্বাচনের পর দেশের বৃহত্তম একক রাজনৈতিক দল। ' আমাদের মূল লক্ষ্য প্রগতিশীল পাকিস্তান গড়ে তোলা।  তিনি জানান, তার দলের আসন সংখ্যা সবচেয়ে বেশি। তিনি স্বতন্ত্র প্রার্থীদের ম্যান্ডেটকে সম্মান করেন জানিয়ে বলেছেন, ঐক্যবদ্ধ সরকার গড়তে আগ্রহী পিএমএল-এন।

দেশকে সংকট থেকে উত্তরণের জন্য আমাদের দল চেষ্টা করছে।

যদিও একদিকে এখন পর্যন্ত ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছে। এর মধ্যেই অন্যদের নিয়ে জোট সরকার গঠনের ইচ্ছার কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ।

উল্লেখ্য, সরকার গঠন করতে হলে পাকিস্তানে ২৬৬টি আসনের মধ্যে ১৩৪টিতে জয়লাভ করতে হয়।  পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পেয়েছে ১০৬ আসন আর নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১১৮ আসন।

news24bd.tv/SC