বরিশালে স্থানীয় জনতা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক সরকারি নথি আটক করেছে বলে জানা গেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেছেন, আগুনে পুড়িয়ে ফেলার জন্য এসব নথি নিয়ে যাওয়া হচ্ছিলো। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৭ টার দিকে বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে ওই ট্রাক দুটি আটক করে স্থানীয় জনতা। আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাউনিয়া থানা পুলিশের দুইটি টিম। এ নিয়ে জনমনে নানারকম প্রশ্ন জাগছে। এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, বাজার থেকে নথিগুলো নদীর পাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর দুই ট্রাক ভর্তি পুরাতন নথি নিয়ে যাওয়া হচ্ছিলো তখন সবার মনে সন্দেহ জাগে। এত কাগজ আগে কখনো নদীর ধারে নিতে দেখেনি কেউ। ট্রাক আটকের পর গাড়ির চালক জানান এগুলো সরকারি নথি। তখন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়...
দুই ট্রাক সরকারি নথি জব্দ বরিশালে, জনমনে সন্দেহ
নিজস্ব প্রতিবেদক
এবার সাদপন্থী শীর্ষ আরেক নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গণমাধ্যমে তার গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। গ্রেপ্তার জিয়া বিন কাসেম মামলায় ৬নং আসামি। এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামী মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, যৌথ বাহিনীর টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পেরেছি।...
মুখে গামছা বাঁধা, মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
মুখে গামছা বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্রী তিশা আক্তারের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মাদারীপুরের রাজৈর উপজেলার স্লুইসগেট নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিশা একই গ্রামের মিলন শেখের মেয়ে। সে নয়াকান্দি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তিশাকে একা ঘরে রেখে তার ছোট বোনকে নিয়ে রাস্তায় যায় তার মা শাহিনুর বেগম। পরে সন্ধ্যার পরে ঘরে ঢোকার সময় কিছু জিনিস এলোমেলো দেখতে পান তিনি। এ সময় তিশার কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরে প্রবেশ করে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সুকেজের পাশে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় শাহিনুরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিশাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আজ ময়নাতদন্তের জন্য...
বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত
অনলাইন ডেস্ক
কুড়িগ্রামের উলিপুর থানা চত্বরে শুক্রবার রাতে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত আশরাফুল ইসলাম দয়ালপাড়ার আয়নাল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীরুল ইসলাম ও রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকদের মধ্যে একটি অরাজনৈতিক বিষয় নিয়ে মীমাংসার চেষ্টা চলছিল। তবে আলোচনা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। আশরাফুল ইসলাম পরিস্থিতি থামানোর চেষ্টা করলে গুরুতর আহত হন। তাকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আমি ছুটিতে আছি। থানা চত্বরের কাছে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের তথ্য পেয়েছি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর