রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক আজ বুধবার মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার সংগঠনের পক্ষ থেকে নাফিসা নওরীন চৌধুরী এই মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালটি হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবল খেলানোর মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়ে গেলে, আসামি পা দিয়ে পিষ্ট...
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে মামলা, তদন্তের নির্দেশ আদালতের
অনলাইন ডেস্ক
![মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে মামলা, তদন্তের নির্দেশ আদালতের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738754773-d42dba27f20b4bb306d72ae819a16402.jpg?w=1920&q=100)
হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
![হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738744877-a7deb8d68ab595777de17293987561fa.jpg?w=1920&q=100)
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। বুধবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত সাংবাদিককে কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাংচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পর বেলা ১২টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। এসময় হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে দলটির শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে তারা উপস্থিত সাংবাদিকদের ওপর...
লিফলেট বিতরণ করা সেই বিসিএস কর্মকর্তা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
![লিফলেট বিতরণ করা সেই বিসিএস কর্মকর্তা কারাগারে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738734915-fb66d2ab4d35b5bfee601c7b6b57e68b.jpg?w=1920&q=100)
সরকারি চাকরির বিধিনিষেধ উপেক্ষা করে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে অবশেষে কারাগারে গেলেন বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া। এছাড়া আরও চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। কারাগারে যাওয়া অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কেএম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও নিষিদ্ধ সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সালাম লাভলু। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকায় লিফলেট বিতরণ করায় লালমনিরহাটের আলোচিত বিসিএস ক্যাডার মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।...
হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
অনলাইন ডেস্ক
![হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738734895-2a0e743e8987d5e414f6ff7dd23c4d5e.jpg?w=1920&q=100)
জুলাই-আগস্ট অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় দেন। আদালতে ব্যারিস্টার কায়সার কামাল আসামিদের পক্ষে ছিলেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। হাইকোর্ট তার পর্যাবেক্ষণে বলেন, ৩ দশক আগে পাবনার ঈশ্বরদীর রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলাটি ছিল বিদ্বেষমূলক, তিলকে তাল করা হয়েছে। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। আলোচিত এ মামলায় ২০১৯ সালের ৩ জুলাই ৯ জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর