ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনারের নিকটবর্তী জিমনেসিয়াম এলাকায় গাছের ডাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি গাছ থেকে নামান। এর আগে, সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা সকালে ক্লাসে আসার পথে কিছু মানুষ উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলেন। কাছে গিয়ে দেখি একটি লাশ গাছের ডালে ঝুলছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক খুঁটির কাছেও মরদেহটি ছিল, অনেক ওপরে ঝুলছিল। ফায়ার সার্ভিস জানায়, মরদেহটি সম্ভবত কোনো ভবঘুরে ব্যক্তির, এবং তার বয়স ৫০ এর কাছাকাছি। তবে, এ মুহূর্তে তার পরিচয় সম্পর্কে...
ঢাবিতে গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
সড়ক অবরোধ করলেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারে কর্মীরা রাজধানীর কারওয়ানবাজার সড়ক অবরোধ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় এসব কর্মীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচিতে যেতে না পারা কর্মীরা বলেন, ‘আমরা ৫ লক্ষ টাকা দিয়েও যেতে পারিনি। আমরা ড. ইউনূস এর সাক্ষাৎ চাই। আমরা ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারী মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।’ আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরও কর্মীরা আসতেছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।’ news24bd.tv/MR
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সারজিস
অনলাইন ডেস্ক
সমন্বয়ক সারজিস আলম সম্প্রতি জানিয়েছেন, তিনি আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদে নেই। ফাউন্ডেশনের কাজ তরান্বিত করতে গঠনতন্ত্র, কাজের প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চীফ এক্সিকিউটিভ অফিসার (CEO)।আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও লিখেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চীফ এক্সিকিউটিভ অফিসার (CEO) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান...
বোমা হামলার হুমকি: বিমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রবেশ
নিজস্ব প্রতিবেদক
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বেলা সাড়ে ১০টায় বোম্ব ডিস্পোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করেছে। ১১টা পর্যন্ত তল্লাশি চলছিল বলে জানা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে তল্লাসি করছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাসি করা হবে। প্লেনে আসা যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। এখন পর্যন্ত কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত তারা টার্মিনাল ভবনেই থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও পড়ুন ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি, যাচ্ছে যৌথবাহিনী ২২ জানুয়ারি, ২০২৫ এর আগে বিমানবন্দরের নির্বাহী পরিচালক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর