রাজধানীর গুলশানে সুমন (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ প্লাজার পাশে শুটিং ক্লাবের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক বিরোধের জেরে সুমনকে হত্যা করা হয়েছে। তারা জানায়, মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন। তবে গত ৫ আগস্টের পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হুমকির মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হন তিনি। আরও পড়ুন শিশুর খবরে রক্ষা, কুমিল্লায় আটক ভারতীয় নাগরিক ২১ মার্চ, ২০২৫ সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া অভিযোগ করে বলেন, মহাখালী টিবি গেট এলাকায় প্রিয়জন নামে একটি ইন্টারনেট ব্যবসা রয়েছে। সুমনের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল একে-৪৭ গ্রুপের এক ব্যক্তির সঙ্গে, তিনি ডিস ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি কয়েকবার হত্যার হুমকিও দিয়েছিল সুমনকে। নিহতের স্ত্রী...
সুমনকে গুলি করে হত্যার নেপথ্যের কারণ জানালো পরিবার

বিআরটিসি'র কর্মকর্তার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা
অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসির প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ইলিয়াস ও শরিফুল ইসলামকে বিআরটিসির মতিঝিল ডিপোর ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদীর সামনে মারধর করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে মারধরের ভিডিও ডিলিট করা হয়েছে। এছাড়া কেড়ে নেওয়া হয়েছে তাদের অফিসের আইডি কার্ড, ও মানিব্যাগ ও পাওয়ার ব্যাংক। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মতিঝিলের বিআরটিসির ডিপোতে এই ঘটনা ঘটে। বিআরটিসির এই ডিপোর একাধিক কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের মারধরে আহত সাংবাদিক ইলিয়াস ও শরিফুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলায় ইলিয়াসের হাত-পায়ের কয়েক জায়গায় কেটে গেছে এবং বুকে প্রচন্ড আঘাত লাগায় শ্বাসকষ্ট হচ্ছে। অন্যদিকে শরিফুল ইসলামের...
গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে যুবক খুন
অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫। গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে গুলি চালালে ওই ব্যক্তি সড়কের দিকে সরে যান। তারপরও তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। তার মাথায় বুকের বামপাশে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ কর্মকর্তা বলেন, বিস্তারিত তদন্তের পর বলা যাবে। নিহতের গ্রামের বাড়ি...
ডাকাতির প্রস্তুতিকালেই অস্ত্রসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ১। মো. সুমন মিয়া ওরফে রাব্বি (৩০), ২। মাহমুদুল হাসান মিয়া ওরফে মীর হোসাইন মীরু (২৮), ৩। আমির হোসেন (২২), ৪। রুবেল মিয়া (২৩)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) রাত আনুমানিক ০১:৪০ মিনিটে উত্তরা থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এই গ্রেপ্তার কার্যক্রম চালায়। উত্তরা পশ্চিম থানা সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উত্তরার ১০ নং সেক্টরের আব্দুল্লাহপুর তাসিন সিএনজি স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের ওপর একদল দুষ্কৃতকারী ডাকাতি করার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর