সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাদ্দামকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ মার্চ) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০২২ সালে পঞ্চগড় জেলার সদর থানায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ: মূলহোতা গ্রেপ্তার ২১ মার্চ, ২০২৫ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদ্দাম জানায়, ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে দীর্ঘ তিন বছর...
সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সাদ্দাম কমলাপুর থেকে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

এক কয়েনের দাম ২০ বিলিয়ন ডলার বলে ১ কোটি ৭০ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা
নিজস্ব প্রতিবেদক

নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এসব কয়েন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ। আজ শুক্রবার (২১ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি বলেন, চক্রটি ভুয়া কয়েন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে নগদ ১ কোটি ২০ লাখ টাকা ও ৫০ লাখ টাকার চেক হাতিয়ে নেয়৷ একেকটি কয়েন ২০ বিলিয়ন ডলারে বিক্রি করা যাবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি। অভিযানে গ্রেপ্তারকৃত ৪ জনের নামে প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে বলেন জানায় পুলিশ। অভিযানে নগদ অর্থ ছাড়াও ১০টি মোবাইল, চারটি ম্যাগনেটিক কয়েন ও ৫০ লাখ টাকার চেক জব্দ করেছে পুলিশ।...
চকবাজার এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনি: নিহত ১, আহত ২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে পাঁচটার দিকে চকবাজার চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল কাদা মাখানো প্যান্ট-শার্ট। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চকবাজার থানার উপ-পরিদর্শক এসআই মো. গোলাম সারোয়ার। তিনি বলেন, কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা চার ছিনতাইকারীকে ধাওয়া দেয়। এতে একজন পালিয়ে যায়। অন্য তিনজন নদীতে ঝাঁপ দেয়। এর মধ্যে সাঁতরে চকবাজার থানাধীন চম্পাতলী ঘাট এলাকায় আসলে স্থানীয় জনতা ছিনতাইকারীদেরকে গণধোলাই দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়। এদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে...
আজ বৃষ্টি ঝরতে পারে ঢাকা ও আশপাশের এলাকায়
অনলাইন ডেস্ক

ঢাকা এবং আশপাশের এলাকায় আজ শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। News24d.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর