রাজেশ এ কৃষ্ণন পরিচালিত 'ক্রু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২৯ মার্চ। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে ছবিটি। মুক্তির তৃতীয় দিনে ক্রু বলিউড বক্স অফিসে প্রায় ১০ কোটি রুপি আয় করেছে।
স্যাকনিল্ক ডট কম এর তথ্যানুযায়ী, রোববার ১০.২৫ কোটি সংগ্রহ করেছে এই ছবি। ফলে তিন দিনে এই ছবির বক্স অফিসে কালেকশন ২৯.২৫ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনে ‘ক্রু’ ৯.২৫ কোটি আয় করেছিল। দ্বিতীয় দিনে তা সামান্য বেড়ে হয় ৯.৭৫ কোটি। তৃতীয় দিনে দুই অঙ্কে পৌঁছে গেল ক্রু-র ব্যবসা।
রোববার ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন কৃতি। যেখানে তাকে একটি প্রেক্ষাগৃহে দর্শকদের মাঝে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওরা হেসেছিল, আমি হাসলাম! এই ভালোবাসা আমার পুরো ক্রু টিমের জন্য!!’