সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে স্পষ্ট বার্তা দিয়েছে রিয়াল মাদ্রিদতারা খেলবে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে। এর আগে, ম্যাচ রেফারি নির্বাচন নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF)-এর সঙ্গে দ্বন্দ্বে ফাইনাল বর্জনের হুমকি দিয়েছিল ক্লাবটি। বিতর্কের কেন্দ্রে ছিলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গনসালেস ফুয়ের্তেস এবং মূল রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোয়েটেক্সিয়া। বিশেষ করে ফুয়ের্তেসের বিরুদ্ধে রিয়াল টিভির সমালোচনার জেরে ক্লাবটির আপত্তি ছিল প্রবল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রিয়াল বাতিল করে দেয় নির্ধারিত অনুশীলন ও সংবাদ সম্মেলন, এবং রেফারি পরিবর্তনের দাবি তোলে। এমনকি শোনা যায়, বিকল্প ফাইনাল আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে ফেডারেশনবার্সেলোনা বনাম রিয়াল সোসিয়েদাদ। তবে নাটকীয় এক মোড়ে শেষমেশ বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ। ক্লাবটি...
রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় স্বর্ণজয় বাংলাদেশের রাফির
অনলাইন ডেস্ক

বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি বিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন। এবারের তার অর্জনটা অবশ্যই বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণ জয় করেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তার প্রথম স্বর্ণ। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাঁতারুকে পেছনে রাফি সাঁতার শেষ করেন ২৬ দশমিক ৬৮ সেকেন্ডে।ক্যারিয়ারসেরা টাইমিং গড়ে এই সাঁতারু বলেন, আমার নিজের প্রিয় ইভেন্টে সেরা টাইমিং করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জিতেছি। খুবই ভালো লাগছে। আমি ২৫ এর ঘরে টাইমিং নিয়ে আসতে চাই। এজন্য নিবিড় অনুশীলন করছি। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফির আগের সেরা টাইমিং ছিলো ২৭ দশমিক ১৭ সেকেন্ড। এই টাইমিং থাইল্যান্ডে সাঁতার চ্যাম্পিয়নশিপে রুপা জেতেন তিনি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। মালয়েশিয়া...
নতুন রেকর্ড গড়লেন শামি
অনলাইন ডেস্ক

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আউট করার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মোহাম্মদ শামি। যদিও আজ আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংস এক অভিনব কৌশল নিয়েছিলো। ২১ বছরের কম বয়সী দুই তরুণ শায়েক রশিদ ও আয়ুশ মাহাত্রেকে দিয়ে ইনিংস ওপেন করায় তারা। এই দুজনের সম্মিলিত বয়স ছিলো ৩৮ বছর ১৩১ দিন, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ওপেনিং জুটি। যদিও চেন্নাইয়ের এই তরুণ জুটির স্থায়িত্ব ছিলো মাত্র এক বল। হায়দ্রাবাদ পেসার মোহাম্মদ শামি ইনিংসের প্রথম বলেই অফস্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে শায়েক রশিদকে স্লিপে অভিষেক শর্মার ক্যাচে পরিণত করেন। আর এই উইকেটের মাধ্যমেই এক অনন্য রেকর্ড গড়েন ৩৪ বছর বয়সী শামি। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র বোলার যিনি ইনিংসের প্রথম বলে চারবার উইকেট শিকার করলেন। এর আগে ২০১৪ সালে জ্যাক ক্যালিস (কলকাতা), ২০২২...
তামিমদের আপত্তি, হৃদয়ের শাস্তি পেছাল বিসিবি
নিজস্ব প্রতিবেদক

বিসিবিতে যেন চলছে এক মহানাটকীয়তা। তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে বেশ জলঘোলা হচ্ছে। ডিপিএলে আচরণবিধি ভঙ্গ করে প্রথমে নিষেধাজ্ঞা পেলেন হৃদয়, তারপর আবার শাস্তি কমানো হলো। আজ শুক্রবার (২৫ এপ্রিল) আবারও বিসিবি-মোহামেডান বৈঠকের পর নতুন করে এলো সিদ্ধান্ত। তামিম ইকবালদের আপত্তিতে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি। আরও এক ম্যাচ শাস্তি পাবেন হৃদয়, যদিও তা কার্যকর করা হবে পরের মৌসুমে। বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৈঠকে উপস্থিত ছিলেন মোহামেডানের সিনিয়র ক্রিকেটার তামিমসহ বেশ কয়েকজন। তারা আপত্তি জানিয়েছেন হৃদয়ের নতুন করে পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার বিষয়ে। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিষয়টিকে হাস্যকর উল্লেখ করে তামিম বলেন, তার যে শাস্তিটা ছিলো, সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন দুটি ম্যাচ খেলার পর কাল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর