পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ২টি ফেরি তীরে এসে পৌঁছেছে। বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,গভীর রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে ফেরিতে তোলা হচ্ছে। এর আগে রোববার দিবাগত রাত ১২ টার পর থেকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ রুটে ছোট বড় মোট ১২টি ফেরি চলাচল করছে। news24bd.tv/DHL
৭ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
মুক্তাগাছায় কঙ্কালসহ গ্রেপ্তার দুই যুবক
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের মুক্তাগাছায় দুই ব্যক্তি কবর থেকে চুরি করা মানবদেহের কঙ্কালসহ গ্রেপ্তার হয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে পাচারের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতরা হলেন: ময়মনসিংহ সদরের মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪), জামালপুরের মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় কঙ্কালসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বহন করা বস্তায় দুটি মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪টি, পাজরের হাড় ৩০টি, কোমড়ের হাড় চারটি, মেরুদণ্ডের নিচের হাড় দুটি, কাঁধের হাড় চারটি, চোয়ালের হাড় দুটি, মেরুদণ্ডের কশোরুকা...
মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত
অনলাইন ডেস্ক
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় একদল ব্যক্তি। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। ৭৮ বছর বয়সী মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামায়াত সমর্থক আবুল হাসেমের নেতৃত্বে আরও ১৫-২০ জন ব্যক্তি কানুকে জুতার মালা পরিয়ে হুমকি দেন। তিনি আকুতি জানিয়ে এলাকায় থাকার অনুরোধ করলেও তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। আবদুল হাই কানু বলেন, তারা সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী। আমি তাদের কোনো ক্ষতি করিনি। হঠাৎ আমাকে একা পেয়ে এভাবে লাঞ্ছিত করল। এমন বাংলাদেশ চেয়েছিলাম না, যার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ...
তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন: আতিকুর রহমান রুমন
নিজস্ব প্রতিবেদক
আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের খোঁজ-খবর রাখেন সবসময়। অসহায়-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা কর্মীদের সবসময় নির্দেশনা দেন। তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়ক নামকরণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ ও আহত অসহায় পরিবারে একটি করে হলেও সরকারি ও বেসরকারি চাকরি দিয়ে সেইসব অসচ্ছল পরিবারকে স্বচ্ছলতা দেবে। তার নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর