রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তারা। এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। news24bd.tv/DHL
বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
অনলাইন ডেস্ক
‘মদ্যপ যুবকের’ গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত, বিচার দাবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েটের সিএসই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মুনতাসির মাসুদ নিহত এবং একই ব্যাচের অমিত সাহা ও মো. মেহেদি হাসান খাঁন আহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ক্যাম্পাসে এক প্রেস ব্রিফিংয়ে তারা এ দাবি জানান। তারা বলেন, ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এ লেভেলে পড়া ওই চালকের বাবা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন। এ সময় শিক্ষার্থীরা যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং আহতদের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি জানান। দাবিগুলো হলো ১. যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। ২. আহতদের চিকিৎসার...
কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন তথ্য জানালো পুলিশ
অনলাইন ডেস্ক
রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি করতে এসে গ্রেপ্তার ৩ জন কিশোর গ্যাংয়ের সদস্য। ডাকাতিতে সফল হলে তাদের বড় গ্যাং তৈরির পরিকল্পনা ছিল। চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি করতে এক মাস আগেই পরিকল্পনা করেছিলেন তারা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম শুক্রবার (২০ ডিসেম্বর) এসব তথ্য জানান। ওসি বলেন, কেরানীগঞ্জের কদমতলীর খালপাড়ে ফুটবল খেলতে গিয়ে পরিচিয় হয় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা করা তিন ডাকাতের। ডাকাতিতে নেতৃত্ব দেওয়া লিয়ন মোল্লা ওরফে নিরবই এক মাস আগে আরাফাত ও সিফাতকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। একাধিকবার রেকি করে হানা দেয় ব্যাংকে। আরও পড়ুন উপদেষ্টা হাসান আরিফ আর নেই ২০ ডিসেম্বর, ২০২৪ তিনি বলেন, ডাকাতির ঘটনার মামলা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার নেপথ্যে কেউ আছে কিনা...
রাজধানীতে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, প্রেমিকা আটক
অনলাইন ডেস্ক
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে থাকা স্বর্ণা বিনতে মিম (১৮) নামে এক তরুণীকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে হোটেল আর ইসলাম এর পঞ্চম তলার একটি কক্ষ থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, প্রেমঘটিত বিষয়ে মনোমালিন্যের জেরে যুবকটি আত্মহত্যা করে থাকতে পারেন। মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুরচর গ্রামের বাসিন্দা আরাফাত বর্তমানে ঢাকার খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় থাকতেন। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হোটেলের ৪১১ নম্বর কক্ষে পৌঁছানোর পর দরজা ভেঙে দেখা যায়, আরাফাত বিছানার চাদর দিয়ে সিলিংয়ের রডের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত