গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভাঙচুর ও লুটপাটে লণ্ডভণ্ড হয়ে যাওয়া জাতীয় সংসদ ভবন পুনরায় ব্যবহারোপযোগী করতে বিশাল সময় ও বাজেট প্রয়োজন। সংস্কার কাজের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকার বেশি। সংসদ ভবনের টেলিফোন ও আইটি নেটওয়ার্ক নতুনভাবে স্থাপন করতে হবে। অধিবেশন কক্ষসহ ভবনের সাউন্ড সিস্টেম পুনরায় চালু করাও জরুরি হয়ে পড়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য প্রয়োজন হবে নতুন সরঞ্জাম। দরজা-জানালা, বিভিন্ন দপ্তরের মেরামত এবং আসবাবপত্র কেনাকাটাও সংস্কার কার্যক্রমের অংশ। সংস্কার কাজে বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা সম্ভব হবে। শেখ হাসিনার পদত্যাগের পর ৫ আগস্ট হাজারো ছাত্র-জনতা জাতীয় সংসদ ভবনের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও...
লণ্ডভণ্ড সংসদ ভবন সংস্কারে প্রয়োজন ৩০০ কোটি টাকা
অনলাইন ডেস্ক
অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুঃখ প্রকাশ
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অধিভুক্ত সরকারি সাত কলেজের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ঘটনাটি অত্যন্ত মর্মাহত হৃদয়ে গ্রহণ করেছেন এবং শিক্ষার্থীদের ধৈর্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে উপাচার্য বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। তৃতীয় পক্ষ যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, সোমবার (২৭ জানুয়ারি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ড. নিয়াজ আহমদ খান আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন...
মধ্যরাতে নীলক্ষেত এলাকা রণক্ষেত্র, আহত ২০
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল। এসব ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এমন অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরটরি মোড় অবরোধ করেন তারা। এক পর্যায়ে প্রো ভিসি ড. মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাতে সাড়া না পেয়ে রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রো ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যান সাত কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা...
ঢাবি এলাকায় উত্তেজনা: ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাত ১১টার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন। রাত ১১টার দিকে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও ঢাবি শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় নীলক্ষেত এলাকায় অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছে। এর আগে রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর