বঙ্গোপসাগরের হাতিয়া ও ঢালচরের মধ্যবর্তী এলাকায় বরগুনার চারটি মাছধরার ট্রলারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারগুলোতে থাকা সাত জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করেছে জলদস্যুরা। এছাড়া চারটি ট্রলার থেকে প্রায় ৬০ লাখ টাকার জাল, ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা ও জেলেদের ব্যবহৃত ৩০টি মোবাইল ফোন নিয়ে যায় তারা। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়া ওই চারটি ট্রলারসহ আহত জেলেদের উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ জোনের অধীন কোস্ট গার্ড সদস্যরা। পাথরঘাটা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ রাতে বিষয়টি নিশ্চিত করেন। জলদস্যুদের হামলায় আহত জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার মো. মনির হোসেন মাঝি (৩৫), কালমেঘা এলাকার মো. বেল্লাল (৪০), মো. আবুল কালাম (৫০), ছোনবুনিয়া কালমেঘা...
বঙ্গোপসাগরে চার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ ৮ জেলে আহত
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে সেনাবাহিনীর যৌথ অভিযান: সাত দিনে গ্রেপ্তার ৬০৮
অনলাইন ডেস্ক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে গত সাত দিনে ৬০৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম। বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, দালালচক্রের সদস্যসহ বিভিন্ন ধরনের অপরাধী রয়েছেন।...
পরকীয়ার অভিযোগে প্রেমিক যুগলকে গাছে বেঁধে রাখলো স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম গ্রামে পরকীয়ার অভিযোগে এক প্রেমিক যুগলকে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। জানা গেছে, প্রেমিক যুগল আহসান ও টুম্পা বেগম দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। টুম্পা একজন বিবাহিত নারী এবং এক সন্তানের জননী। স্থানীয়দের অভিযোগ, আহসানের স্ত্রী বাবার বাড়িতে গেলে ওই সুযোগে টুম্পাকে ঘরে নিয়ে আসেন আহসান। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখে। আটক টুম্পা বেগম সাংবাদিকদের জানান, আহসান তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি ও টাকার লোভ দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করে আসছিলেন। ঘটনার দিন তিনি মাঠে যাওয়ার সময় আহসানের বাড়িতে ডেকে নেয় এবং ২ হাজার টাকা দিয়ে শারীরিক সম্পর্ক করে। তখনই...
বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা বুলবুল গ্রেপ্তার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের বিশেষ অভিযানে বুলবুল আহম্মেদ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টায় অভিযান চালিয়ে গঙ্গাচড়া মহিলা কলেজের বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান। জানা যায়, বুলবুল আহম্মেদ উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া বাজার এলাকার জমসের আলীর ছেলে। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওসি আল এমরান বলেন, পুলিশের বিশেষ অভিযানে বুলবুল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় বুলবুলকে আটক করা হয়েছে জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন পরে জানানো হবে। news24bd.tv/AH
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর