দেশে এই প্রথমবারের মতো সরকারিভাবে পালন হচ্ছে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার (১৩ এপ্রিল) শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্ত ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রাণিসম্পদ এই উপদেষ্টা বলেন, দেশের সমৃদ্ধতা বুঝতে হলে চৈত্র সংক্রান্তি করতে হবে। তিনি বলেন, চৈত্র সংক্রান্তি, বৈশাখ গ্রামীন আবহ ফুটিয়ে তুলে। এই উপদেষ্টা আরও বলেন, অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেটা যেন শুধু বিল্ডিং আর গাড়ি উন্নয়নের মূল সংজ্ঞা না হয়, প্রকৃতিকে রক্ষা করাও যেন হয়। আমরা যেন এরকম চৈত্র সংক্রান্তি পালন করতে পারি। news24bd.tv/AH...
দেশে প্রথমবারের মতো সরকারিভাবে পালন হচ্ছে পহেলা বৈশাখ: ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক
বর্ষবরণে অপপ্রচার রোধে সাইবার নিরাপত্তা জোরদার: র্যাবের মহাপরিচালক
অনলাইন ডেস্ক

বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফংয়ে তিনি এ কথা বলেন। র্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে। মহাপরিচাল শহিদুর রহমান বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তিনি জানান, নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও জানান, চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেয়া...
ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে আমাকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

কিছু ইউটিউবার ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে আমাকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (১৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, কিছু ইউটিউবার আমাকে ভারতীয় পত্রিকার সূত্র ধরে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করেছে। সেই ভারতীয় পত্রিকার উৎস কী? নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সূত্র! আর এভাবেই ইউটিউবাররা তাদের স্ক্রিপ্ট তৈরি করে! শফিকুল আলম লেখেন, যদি ভারতীয় পত্রিকাগুলোর উপর ভিত্তি করে প্রায়ই যারা বাংলাদেশের ব্যাপারে ভুল তথ্যভিত্তিক ও বানোয়াট সংবাদ ছাপেতাহলে আমি সহজেই ধরে নিতে পারি, হয় আপনার সাংবাদিকতা চর্চা দুর্বল, না হয় আপনি সাংবাদিকতার প্রাথমিক শিক্ষাটুকুও জানেন না। শেষে তিনি লেখেন, দুঃখিত, কিন্তু যখন...
আজ জানা যাবে শিল্প খাতে গ্যাসের নতুন দাম
অনলাইন ডেস্ক

শিল্প খাতে গ্যাসের নতুন মূল্যহার ঘোষণা করা হবে আজ রোববার (১৪ এপ্রিল)। এদিন নতুন শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের বাড়তি দর চেয়ে পেট্রোবাংলার করা আবেদনের বিষয়ে আদেশ দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই নতুন দর ঘোষণা করবে। বিইআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা করে পরিশোধ করছেন। এই হার বিদ্যমান শিল্প গ্রাহকদের জন্য অপরিবর্তিত থাকতে পারে। তবে নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে দাম ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পেট্রোবাংলা শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে বিদ্যমান গ্রাহকদের জন্য বর্তমান দর (যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন এবং প্রতিশ্রুত গ্রাহকদের জন্য বাড়তি দরের প্রস্তাব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত