রাজধানীতে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করবে ডিএমপি

জাইকার অর্থায়নে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করবে ডিএমপি।

রাজধানীতে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর মানুষের মধ্যে জনসচেতনতা তৈরিতে জাইকার অর্থায়নে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করতে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৮ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মেহেদি হাসান জানান, শহরের যানজট নিরসনে জনসচেতনতার ওপর জোর দেয়া হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে শিশুদেরকে ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতন করা হবে।

মেহেদি হাসান আরও জানান, চালক ও জনসাধারণের জন্য ট্রাফিক এডুকেশন সেন্টার তৈরির কাজও চলছে। যেসব পয়েন্টে অধিক যানজট সৃষ্টি হয় সে জায়গাগুলো চিহ্নত করার কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ।

news24bd.tv/ab