রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার বহুতল ভবনের ৯ তলার বারান্দা থেকে পড়ে আকলিমা (১২) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আ. রশিদ জানান, আমি পশ্চিম ধানমন্ডির ২২/এ, নতুন রোডের ১০/এ বাসার ৯ তলা ফ্ল্যাটে থাকি। ৩-৪ দিন আগে নাজমা বেগম নামে পূর্ব পরিচিত এক মহিলা ওই শিশুটিকে আমাদের বাড়িতে কাজের জন্য নিয়ে আসেন। তখন আমরা বলি ওর আইডি কার্ড লাগবে বাসা বাড়ি ঠিকানা লাগবে। এ কথা বললে নাজমা বেগম জানান ভাই এই শিশুটি তিন-চার দিন আগে রায়েরবাজার হাই স্কুলের ঢালে কান্না করছিল। আর আমাকে বলছিল আমাকে কোনো একটা কাজ দেন। ওর কান্না দেখে আমি আপনার কাছে নিয়ে এসেছি। আপনি তো...
নয়তলার বারান্দা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
অনলাইন ডেস্ক

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মো. মেহেদী হাসান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম মঙ্গলবার বেলা ১১ টার দিকে আসামির উপস্থিতি এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক বিয়ের প্রলোভন দিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি মধ্যে রাতে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা দিয়ে বাড়ির পার্শ্বের একটি বাঁশ বাগানে ডেকে নেয় মেহেদি। পরে সেখানে...
গোপালগঞ্জে ১১ কেজি গাজা সহ গ্রেপ্তার ২
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফ পাড়া থেকে ১০ কেজি গাজা সহ সোনিয়া বেগমকে এবং নকড়িরচর এলাকা থেকে ১ কেজি গাজা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মো. ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপান সংবাদের ভিত্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ-এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।...
পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন!
রাজবাড়ি প্রতিনিধি:

রাজবাড়ি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এক মৎস্যচাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি কাজী আরাফাত হাসান জিসান রাজবাড়ি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি কাজী আরাফাত হাসান জিসান রাজবাড়ি সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আব্দুল মতিনের ছেলে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি কাজী আরাফাত হাসান জিসান জানান,পূর্ব শত্রুতার জেরে সোমবার দিবাগত রাতে মো. জাকির হোসেন মোল্লা, জাহাঙ্গির মোল্লা, মো. ফরিদ আহম্মেদ মোল্লা, আবু বক্কর সিদ্দিক পলাশ ও শামীম মোল্লাসহ আরও কয়েকজন তার পুকুরে বিষ প্রয়োগ করে।এ সময় পুকুর পাহারায় নিয়োজিত কর্মচারীকেও অভিযুক্তরা মারধর করে। খামারি জিসান আরও বলেন, আমার পুকুরে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর