বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আদানি গ্রুপ

আদানি গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আদানি গ্রুপ

অনলাইন ডেস্ক

ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠান আদানি গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে বুধবার (২৯ মে) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে আদানি গ্রুপের প্রতিনিধিরা সচিবালয়ে একটি বৈঠকেও অংশ নিয়েছে।

বৈঠকে প্রতিনিধিরা আদানি পাওয়ারের বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছেন। ২০২৩ সালের মার্চ থেকে বাংলাদেশ সরকার আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আদানি এন্টারপ্রাইজের পরিচালক এবং আদানি এগ্রো, তেল ও গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রনব আদানি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, অর্থমন্ত্রীর সাথে নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলচনা হয়েছে। বাংলাদেশে আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে।  

আদানি পাওয়ারের বকেয়া নিয়ে প্রশ্ন করা হলে প্রনব বা অর্থমন্ত্রী কেউই কিছু বলতে রাজি হননি।

তবে বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আদানি গ্রুপ আমাদের এখানে বিনিয়োগ করতে চায়। আমরাও তাদেরকে বিনিয়োগে উৎসাহিত করেছি।

বৈঠকে অর্থমন্ত্রীকে ভারতে আদানি পাওয়ারের সৌর বিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখার আমন্ত্রণ জানানো হয়।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক