আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়। বিকেল চারটার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাঁকে তলব করা হয়।
গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএইচপির সহযোগী সংগঠন।
এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় ত্রিপুরায় আজ মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন পুনর্গঠনের কাজ করছি। গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা আমাদের কাজ।
সোমবার জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হেলিকপ্টারে চড়ে পালিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর আগে বিক্ষোভে মারা যান শত শত বিক্ষোভকারী।
তিনি বলেন, অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে হাসিনার আনুষ্ঠানিক...
<p style="text-align:justify">মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একইসাথে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।</p>
<p style="text-align:justify">মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে তাদের রদবদলের বিষয়ে জানানো হয়। মাহবুবুর রহমান পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।</p>
<p style="text-align:justify">অন্যদিকে, শফিউল আজিমকে জনপ্রসাশন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে ন্যাস্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।</p>
<h3 style="color:#aaaaaa; font-style:italic"><span style="font-size:14px">news24bd.tv/FA</span></h3>
সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়নসহ সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাবনা জমা দিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার সকালে সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ সদস্যের প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দিয়েছেন।
গণভোটের বিধান রাখা, সংসদের মেয়াদ ৪ চার বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটে নির্বাচন দেয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে দুই বারের বেশি থাকার সুযোগ না রাখার প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।
এছাড়া দুই কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা, উচ্চ কক্ষের ১০০ আসন আনুপাতিক ভোটের পদ্ধতিতে এবং নিম্ন কক্ষের ৩০০ আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচন করারও প্রস্তাব দেয় নাগরিক কমিটি।...