ঢাকার সাভারের আশুলিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। জানা গেছে, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্ত্রীর সামনেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যবসায়ীর সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় সময়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত ব্যবসায়ীর নাম দিলীপ দাস (৪৭)। তিনি আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকার দিলীপ স্বর্ণালয়ের মালিক ছিলেন। নিহতের মামাতো ভাই খোকন সরকার জানান, প্রতিদিনের মতো আজও রাত সাড়ে ৮টার দিকে উনি (দিলীপ দাস) দোকান বন্ধ করে...
স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক

বিএনপির জেলা পর্যায়ে ৩ নেতা বহিষ্কার
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যার ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ আদেশ দেয়া হয়েছে। বহিষ্কারাদেশপ্রাপ্ত নেতারা হলেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তদন্তে উল্লেখিতদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং দলের সুনাম ক্ষুন্ন হয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্রের আলোকে এবং দলের স্বার্থ রক্ষার্থে...
দ্বিতীয়বারের মতো আকাশে উড়লো জুলহাসের তৈরি প্লেন
নিজস্ব প্রতিবেদক

চার দিন আগে আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের পর আবারও আকাশে উড়লো জুলহাস মোল্লার তৈরি প্লেন। রোববার (৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে তার তৈরি প্লেনটি উড়ানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক ও সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা। ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জানান, জুলহাসের গবেষণা ও উদ্ভাবনকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় একাডেমিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, জুলহাসের তৈরি যানটি আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে আমরা কাজ করবো। পাশাপাশি তার পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবো। ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক আরও বলেন, জুলহাসের উদ্ভাবনী কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে তাকে সঠিক শিক্ষার সুযোগ দিতে হবে। লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে...
ভারতে পাচারকালে ১৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
সাতক্ষীরা প্রতিনিধি

ভারতে পাচারের জন্য নিয়ে আসা আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। রোববার (৯ মার্চ) রাতে সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে ইজিবাইকসহ সোহেল উদ্দিনকে (৫৫) আটক করে বিজিবি। তার বাড়ি কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামে। তিনি হামিজ উদ্দিনের ছেলে। সোমবার (১০ মার্চ) সাতক্ষীরা (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে (৩৩ বিজিবির) অধীনস্থ ঝাউডাংগা ক্যাম্পের টহল কমান্ডার সুবেদার এম এম কামরুজ্জামানের নেতৃত্বে বিজিবির জোয়ানরা আবাদের হাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে একটি ইজিবাইকসহ চোরাকারবারী সোহেল উদ্দিনকে আটক করে । পরবর্তীতে, তল্লাশী করে ইজিবাইকের সামনের স্টেয়ারিং এর নিচের অংশে বিশেষ ব্যবস্থাপনায় রাখা স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর