সংবাদপত্রের মান ঠিক রাখতে বললেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সংবাদপত্রের মান ঠিক রাখতে বললেন স্পিকার

অনলাইন ডেস্ক

কর্পোরেট সেক্টর যতোই প্রভাবিত করুক সংবাদপত্রের মান যেন ঠিক থাকে সেই আহ্বান জানালেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (১ জুন) নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-২০২২ সালে পঁচিশ বছর পেরোনো সদস্য সংবাদপত্রগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশ অনেক এগিয়েছে। এতে মিডিয়াও অনেক বড় ভূমিকা রাখছে।

সৎ সাংবাদিকতাই পারে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে।

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, যে কোনো রিপোর্ট চ্যালেঞ্জ করার স্বাধীনতা সংবাদমাধ্যমকে দেয়া হবে। গত পাঁচ বছর আগে তাকালে এবং বাইরের দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় গণমাধ্যমকে কতোটা স্বাধীনতা দেয়া হয়েছে।

এসময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ক্রাইম কিংবা অর্থপাচার নিয়ে চাইলেই সংবাদমাধ্যম নিউজ করতে পারে না।

যেমন, আইজিপির ক্ষমতায় থাকা অবস্থায়ই বেনজীরের কুকর্ম মিডিয়া জানতো, কিন্তু কথা বলার সাহস মিডিয়া পায়নি।

তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার হাতে অনেক ক্ষমতা ছিলো। যে রিপোর্ট করতো চাইলে সে তাকেই শেষ করে দিতে পারতো।
সংবাদ মাধ্যমগুলোর হাত পা বাঁধা।

নোয়াব সভাপতি একে আজাদ বলেন, সিকিউরিটি অ্যাক্ট আইনের ব্যাপারে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিলো, কিন্তু পত্রিকা মালিকদের অন্ধকারে রেখে আইনটি পাস করা হয়েছে।

news24bd.tv/SC