একান্ত বৈঠকে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের দাওয়াত শেখ হাসিনার

নরেন্দ্র মোদি-শেখ হাসিনা-সায়মা ওয়াজেদ।

একান্ত বৈঠকে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের দাওয়াত শেখ হাসিনার

অনলাইন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা।

এরপর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেছেন শেখ হাসিনা। এ সময় মোদিকে বাংলাদেশ সফরের নিমন্ত্রণ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আজ সোমবার (১০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এর আগে রোববার বিকেলে দেশটির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা হ্যান্ডশেক করেন।

পরে একে অপরের খোঁজখবর নেন। এরপর মোদি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজে যোগ দেন।

প্রসঙ্গত, বুধবার (৫ জুন) টেলিফোনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

news24bd.tv/TR