হজ ব্যবস্থাপনা নিয়ে হাবের সন্তুষ্টি প্রকাশ

কিছু জটিলতা থাকলেও সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাব।

হজ ব্যবস্থাপনা নিয়ে হাবের সন্তুষ্টি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

কিছু জটিলতা থাকলেও সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাব। সোমবার (১০ জুন) সকালে আশকোনার হজ ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

তসলিম বলেন, হজ সংক্রান্ত যেসব জটিলতা তৈরি হয়েছে বেশিরভাগই মধ্যস্বত্ত্বভোগিদের কারণে। তবে এবার কোন কোন ব্যাংক হজ যাত্রীদের টিকিটের টাকা ঠিকমত সংরক্ষণ করেনি।

যে কারণে টিকিট নিয়ে কিছুটা জটিলতা ছিলো।

হাব সভাপতির দাবি, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় শতভাগ যাত্রীর হজযাত্রা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ বছর ২৫৯টি হজ এজেন্সি অপারেটিং হজ এজেন্সির দায়িত্ব পালন করছে। এসকল এজেন্সির আওতায় সরকারি-বেসরকারি কোটায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করে।

news24bd.tv/ab