বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সসীমা বাড়ানোর দাবিতে চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সসীমা বাড়ানোর দাবিতে চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সসীমা বাড়িয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরাম। সোমবার (২৪ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ'র কার্যালয়ের সামনে শিক্ষক নিবন্ধন ফোরামের ব্যানারে এই মানববন্ধন আয়োজিত হয়।

আন্দোলনকারীদের  অভিযোগ, ২০২০ সালে এনটিআরসিএ’র নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয়া হলেও করোনা এবং পরবর্তী সময়ে এনটিআরসিএ'র অবহেলায় নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগে যায়। যার ফলে নিবন্ধিতদের মধ্যে ৭৩৯ জনের চাকরির বয়স শেষ হয়ে যায়।

এর আগের গণবিজ্ঞপ্তিগুলোয় ব্যাকডেটে বয়সসীমা বাড়ানো হলেও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোন রকম বয়সসীমা বাড়ানো হয়নি।

এসময় বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বয়সসীমা বাড়িয়ে ৭৩৯ জনকে চাকরিতে যোগদানের সুযোগ দিতে এনটিআরসিএ'র প্রতি আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত চাকরিপ্রত্যাশীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

news24bd.tv/ab