নোয়াখালীর বেগমগঞ্জে থানার পশ্চিমে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী টু লক্ষ্মীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো.সাকিব (১৮) ও একই ইউনিয়নের কেন্দুর ভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিল। এসময় নোয়াখালী টু লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জালাল মিয়ার গ্যারেজ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু ভর্তি ড্রাম ট্রাককে অপর দিক থেকে আসা বালু ভর্তি আরেকটি একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে...
নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
নোয়াখালী প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের পর সিন্ডিকেট ভেঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গের চা শিল্প
পঞ্চগড় প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের পর সিন্ডিকেটের কবল থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গের সমতল অঞ্চলের চা শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, ন্যায্যতার ভিত্তিতে এই শিল্পের দিকে সরকারের আরও নজর দেওয়া প্রয়োজন। উত্তরবঙ্গ দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল। সমতল ভূমিতে ক্ষুদ্র চা চাষিরা এই অঞ্চলে চায়ের আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে আসছিলেন। কিন্ত গত ১৫ বছরে চা কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে নায্যমূল্য পাচ্ছিলেন না তারা। চা পাতার নায্য মূল্যের জন্য বছরের পর বছর আন্দোলন করে আসছিলেন তারা। ফলে দুটি পাতা একটি কুড়ি সরবরাহের বদলে ৫/৬ পাতার সবুজ পাতা সরবরাহ করছিলেন চাষিরা। ডিডাকশনের নাম করে দাম কম দিয়ে এই পাতা দিয়েই তৈরি চা উৎপাদন করছিলো কারখানা কতৃপক্ষ। এতে চায়ের মান কমে যাবার কারণে অকশন মার্কেটেও উত্তরবঙ্গের চায়ের সুনাম নষ্ট হচ্ছিল।...
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
মানিকগঞ্জ প্রতিনিধি

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখের আদলে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে। এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন। হাসিনার মোটিফ তিনি তৈরি করেননি। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্ঘাটন হবে।...
নওগাঁয় ভ্যান উল্টে বৃদ্ধ নিহত
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে সিরাজ আলী (৭০) হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ হোসেন উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একটি চার্জার চালিত ভ্যানযোগে মহাদেবপুর হাঁটে আসছিলেন সিরাজ আলী। এ সময় ঘটনাস্থলে ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় ভ্যানটি। এতে ঘটনাস্থলে সিরাজুলের মৃত্যু হয়। এ সময় যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর