কেজরিওয়ালের সাথে কংগ্রেসের দূরত্ব বাড়ছে 

কেজরিওয়াল ও রাহুল গান্ধী

কেজরিওয়ালের সাথে কংগ্রেসের দূরত্ব বাড়ছে 

অনলাইন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভালো ফল করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও লাভ হয়নি।  
রাজধানীর সাত আসনই দখল করেছে বিজেপি। আপ-কংগ্রেস জোট সেখানে শূন্য।

শুধু দিল্লিতেই নয়, সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরির দল। তিনটিই পাঞ্জাব থেকে।
আর এ কারণে দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আপ।
দিল্লির সাতটি আসনের সবগুলোতে জয় পেয়েছে বিজেপি।
আর এ নিয়ে দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি)-কে দায়ী করেছে কংগ্রেস। যদিও উভয় দলই বিরোধী ইনডিয়া জোটের অংশ।
রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এএপির আবগারি দুর্নীতি মামলার জেরে কংগ্রেস দিল্লিতে হেরেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অভিষেক দত্ত।
মূলত আবগারি দুর্নীতি মামলায় দিল্লির একাধিক মন্ত্রী জেলে রয়েছেন। এএপি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে। লোকসভা ভোটের আগেই গ্রেপ্তার করা হয় তাকে। সেই মামলায় তিনি এখনও জেলে রয়েছেন।
আবগারি দুর্নীতি মামলা নিয়ে কংগ্রেস নেতা অভিষেক দত্ত বলেন, ‘আবগারি দুর্নীতি নিয়ে আমরা প্রথম সরব হয়েছিলাম। সেইসময় বলেছিলাম, সরকারের এই পদক্ষেপ নিয়ে যথাযথ তদন্ত করা দরকার। তখন ইডি ও সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি। পরে লোকসভা ভোটের একমাস আগে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে। ’
তিনি বলেন, ‘আমার মনে হয় লোকসভা নির্বাচনে আপের সঙ্গে আসন সমঝোতা না করে লড়লে আমাদের আসন বাড়ত। আবগারি দুর্নীতির ফল ভুগতে হয়েছে কংগ্রেসকে। ’
 কেজরির দলের প্রথম সারির নেতা বলেছেন, কংগ্রেস ক্যানডিডেট না দিলেও পারত দিল্লিতে। কিন্তু জোটে থেকে তারাও লড়েছে। ভৈাটতো ভাগাভাগি হবেই। কংগ্রেস ঠিক কাজ করেনি।  

news24bd.tv/ডিডি