অবসর নেওয়ার পর বেঙ্গালুরুর নতুন দায়িত্বে কার্তিক

অবসর নেওয়ার পর বেঙ্গালুরুর নতুন দায়িত্বে কার্তিক

অনলাইন ডেস্ক

গত আইপিএল শেষে অবসরের ঘোষণা দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইকেটকিপার দীনেশ কার্তিক। তবে বেঙ্গালুরুর সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে না সাবেক এই ভারতীয় ক্রিকেটারের। নতুন আসরের আগে নিজেদের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কার্তিককে নিয়োগ দিয়েছে আরসিবি কর্তৃপক্ষ।  

আজ সোমবার (১ জুলাই) এ ঘোষণা দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক মো বোবাত জানান, কার্তিককে কোচিং প্যানেলে যুক্ত করতে পেরে তারা উচ্ছ্বাসিত। উচ্ছ্বাস প্রকাশ করেছেন কার্তিক নিজেও।  

এ বছর সবধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ভারতের হয়ে ২০০৭ টি২০ বিশ্বকাপ জেতেন কার্তিক। এছাড়া আইপিএলের প্রতিটি আসরেই খেলেছেন তিনি।

দুই দফায় বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতান তিনি। সবশেষ ২০২২-২৪ সালে বেঙ্গালুরুর হয়ে নিজেকে নতুন করে চেনান এই উইকেটকিপার ব্যাটার।

এমনকি ২০২২ সালে বেঙ্গালুরুর হয়ে কার্তিকের ফিনিশিং রোলের পারফরম্যান্স এতটাই নজরকাড়া ছিল যে, সে বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে ভারত দলে সুযোগ পান তিনি।

news24bd.tv/SHS