আইনের খসড়া থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশ শেখ হাসিনার

আইনের খসড়া থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশ শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক

তথ্য প্রযুক্তি খাতে গবেষণা এবং প্রশিক্ষণের ওপর জোর দিয়ে একটি উচ্চ পর্যায়ের ইন্সটিটিউট করছে সরকার। এজন্য আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১ জুলাই) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইনটিতে যাতে শেখ হাসিনার নাম ব্যবহার না করা হয় সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাদারীপুরের শিবচরে হবে এই প্রতিষ্ঠান। এখানে উচ্চ পর্যায়ের ল্যাব তৈরি হবে যেখানে গবেষণা এবং প্রশিক্ষণ দেয়া হবে।

এছাড়া রপ্তানি নীতি ২০২৪-২৭ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। উন্নয়নশীল দেশে গেলে যেসব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে সেটার দিকে বিশেষ নজর দিয়ে এই নীতিমালা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/FA