চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যেতে হবে: ঢাবি উপাচার্য 

মাকসুদ কামাল

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যেতে হবে: ঢাবি উপাচার্য 

অনলাইন ডেস্ক

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সোমবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি চত্বরে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপাচার্য।  

মাকসুদ কামাল বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রূপকল্প ২০৪১, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলাসহ জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য আমাদের যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। ’ 

বিশ্বজুড়ে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মার্কেটিং বিদ্যার প্রয়োজনীয়তা আছে, তাই এ ক্ষেত্রে বিভাগটির সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।  

এর আগে কেক কাটার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিভাগটির ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

পহেলা জুলাই ও উদ্বোধন হওয়া এই অনুষ্ঠান পাঁচ মাস নানা কর্মসূচি মধ্য দিয়ে শেষ হবে নভেম্বরের ৯ তারিখ।

news24bd.tv/আইএএম