লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

মোহাম্মদ নামেহ নাসের

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় তাদের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।
তার নাম মোহাম্মদ নামেহ নাসের। এমনটি দাবি করেছে গত বুধবার হিজবুল্লাহ নামের সংগঠনটি। প্রায় ৯ মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে সংঘর্ষ চলছে।

এর ফলে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ বেধে যাওয়ার রয়েছে। এর আগেও ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহ’র অনেক সিনিয়র যোদ্ধা মারা গেছেন। মোহাম্মদ নামেহ নাসের হলেন সর্বশেষ ।  
হিজবুল্লাহ জানায়, নামেহ নাসেরের হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোয় ১০০ রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের ভাষ্য, রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো উন্মুক্ত স্থানে বিস্ফোরিত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হিজবুল্লাহর আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের। ইউনিটটি দক্ষিণ-পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী। নাসের বিপুলসংখ্যক সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেছে ইসরায়েল।

news24bd.tv/ডিডি
 


 

এই রকম আরও টপিক