সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হলো পুঁজিবাজারে

সংগৃহীত ছবি

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হলো পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক

বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ১২৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান নিয়েছে।

পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও।

দিনভর এক্সচেঞ্জটিতে ৭৭০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় ২৩১ কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬৫টির শেয়ারের দাম বেড়েছে৷ কমেছে ১৩টির। অপরিবর্তিত ছিল বাকি ১৮ প্রতিষ্ঠানের শেয়ারদর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বৃহস্পতিবার ৩০৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক