বলিউড তারকারা বারান্দায় দাঁড়ালেও ক্যামেরাবন্দি হন। তাদের প্রতিটি পদক্ষেপ যেন নজরবন্দি থাকে। এতটা নজরদারির মধ্যেও গৌরির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন আমির খান। অথচ এ খবর ঘুনাক্ষরেও টের পায়নি কেউ। দীর্ঘ ১৮ মাস খবরটি কীভাবে গোপন রেখেছিলেন আমির খান? এ প্রশ্নের উত্তর আমির খান নিজেই দিয়েছেন। ব্যাখ্যা করে এ অভিনেতা বলেন, সে (গৌরি) বেঙ্গালুরুতে থাকে, কিছুদিন আগেও সেখানেই ছিল। সুতরাং তার সঙ্গে দেখা করতে উড়ে যেতাম। সেখানে গণমাধ্যমের নজরদারি কম। তাই আমরা নজরদারির বাইরেই ছিলাম। মায়ানগরী থেকে দূরে গিয়ে প্রেম করার কারণে কেউ টের পাননি। আবার মুম্বাইয়েও আমিরের বাড়ির দিকে বিশেষ নজর দেয়নি গণমাধ্যমকর্মীরা। এ বিষয়ে আমির খান বলেন, আমার বাড়ির প্রতি মনোযোগ একটু কম। আপনারা সবাই আমাকে মিস করেছেন। একষট্টিতে পা রাখার পূর্ব মুহূর্তে নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর কথা...
আমিরের গোপন প্রেম কীভাবে আড়াল রাখলেন?
অনলাইন ডেস্ক

শরীর থেকে প্রাক্তন স্বামীর শেষ স্মৃতিচিহ্ন মুছে ফেললেন সামান্থা
অনলাইন ডেস্ক

নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ যে সামান্থা গভীরভাবে মর্মাহত করেছে তা আগেই জানতেন অনুরাগীরা। এরপর শোভিতা ধুলিপালাকে নিয়ে করে সংসারী হয়েছেন নাগা। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এই বিবাহবিচ্ছেদে তাকে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সবটাই মেনে নিতে হয়েছে। এবার নাগার শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন নিজের শরীর থেকে। সে কথাও অকপটে জানালেন অনুরাগীদের। এর আগেই বিয়ের পোশাক কেটে রং করে কালো পোশাকে পরিণত করেন সামান্থা। বাগদানের সময় নাগার দেওয়া আংটি ভেঙেও একটি লকেট করে নিয়েছেন। অভিনেতার সঙ্গে প্রেম শুরুর পর শরীরে তিনটি ট্যাটু করান অভিনেত্রী। ২০১০ সালে সামান্থার প্রথম ছবি ইয়ে মায়া ছেসাভে ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবির নাম অনুযায়ী ওয়াইএমসি ট্যাটুটি সামান্থার পিঠে রয়েছে। অভিনেত্রীর ডান দিকের পাঁজরের নীচে তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর ডাক নাম...
ডার্টি পিকচার দেখে বিদ্যার মা-বাবা যা বলেছিলেন
অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ডার্টি পিকচারের মতো সিনেমায় অভিনয় করে ঝড় তুলেছিলেন। যেই সিনেমা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা চলেছিল ভক্তমহলে। এই সিনেমায় দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ছবিতে তার বোল্ড লুক, ভারী চেহারা, আর উলালা গানে আইটেম ডান্স দেখে কী বলেছিলেন বাবা-মা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন বিদ্যা। অভিনেত্রী জানালেন, সিনেমা দেখে নাকি তার মা জড়িয়ে ধরে কেঁদেছিলেন। বিদ্যা বলেন, আমি খুব চিন্তায় ছিলাম কীভাবে প্রতিক্রিয়া দেবেন তারা? ইন্টারভেল অব্দি হলের বাইরে তাদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করেছিলাম। মনে হয়েছিল, বাবা বাইরে বেরিয়ে এসে বলবে এটা কী করেছ তুমি? কিন্তু সত্যিই কি তাই হয়েছিল? বিদ্যার কথায়, বাবা বাইরে বেরিয়ে এলেন। দেখলাম হাততালি দিচ্ছেন। আমাকে ডেকে বললেন,...
সাব্বিরের ব্যাটিং নিয়ে শাকিব যা বললেন
অনলাইন ডেস্ক

সবশেষ বিপিএলে দল কিনেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তবে শাকিবের ঢাকা ক্যাপিটালসের সবকিছুতেই ছিল পেশাদারিত্বের ছাপ। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের কার্যক্রমে সবাই সন্তুষ্ট ছিল। মাঠের বাইরের কাজে সফল হলেও মাঠের পারফরম্যান্সে প্রথমবার খুব একটা সুবিধা করতে পারেনি ক্যাপিটালসরা। তবে আগামী আসরে আরো ভালো করার প্রত্যয় শাকিবের কণ্ঠে। সম্প্রতি এক অনুষ্ঠানে বিপিএল নিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ পরবর্তী বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। গত আসরে ঢাকা ভালো করতে না পারলেও দলের হয়ে দুর্দান্ত ছিলেন সাব্বির রহমান। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন দলটির মালিক শাকিব। এই হার্ডহিটার ব্যাটারকে আবারো ঢাকায় দেখা যেতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর