ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

অনলাইন ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কার ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
 দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পাবনা-রাজশাহী সড়কে পাবনা চিনিকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার (৪ জু্লাই) রাত পৌনে ১০ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিজয় (২৩), শিশির (১৯), জিহাদ (২০), শাওন ও সিফাত (২০)।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, রাতে ঈশ্বরদী থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারটি পাবনায় দিকে যাচ্ছিল। পথে দাশুড়িয়া-পাবনা মহাসড়কের কালিকাপুর পাবনা চিনিকলের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ভেতরে থাকা তিন যুবকের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে এক যুবকের মৃত্যু হয়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক