বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম

সংগৃহীত ছবি

বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম

অনলাইন ডেস্ক

বৃষ্টির অজুহাতে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে কেজি প্রতি প্রায় ৪০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে কৃষক জমি থেকে সবজি সংগ্রহ করতে পারছেন না। তাছাড়া বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হচ্ছে।

এ কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা।

টানা বৃষ্টিতে পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় সবজি বাজারে আসতে সময়ও বেশি লাগছে বলে জানান ব্যবসায়ীরা।

রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি পেপে বিক্রি হচ্ছে ৪০ টাকা, পটল ৪০, শসা প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা। ৮০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা।

কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আদা রসুনের দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা। বিভিন্ন প্রকারের চালের দাম বেড়েছে কেজিতে ১ থেকে ২ টাকা।

টমেটো কেজিতে ১৪০ থেকে ১৫০ টাকা, পেঁপে ও পটোল ৬০ টাকা, ঢেঁড়স, ধুন্দুল ও চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকায়, ঝিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা, আলু ৬০ থেকে ৬৫ টাকায় এবং লাউ প্রতিটি ৭০ থেকে ৮০ টাকা, চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারও চড়া। ১ কেজির ইলিশের দাম ১৮০০ টাকা। ২২০ টাকার তেলাপিয়ার দাম ২৫০ টাকা, ২৩০ টাকার পাঙাস ২৪০ টাকা। এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। পাবদার দাম ৪০০ টাকা।

অপরিবর্তিত আছে মুরগীমের দাম। বয়লারের কেজি ১৭০ আর সোনালী বিক্রি হচ্ছে ৩২০ টাকা। ডিম দাম অপরিবর্তিত আছে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক