সিরাজগঞ্জের মহাসড়কে মাদক বিরোধী অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সোমবার সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার দীপঙ্কর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলো- পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হুমায়ুন কবির (৪২), একই এলাকার মো. আলমের ছেলে প্রাইভেটকার চালক আল আমিন (৩০), ভোলার চরফ্যাসান উপজেলার চর ফ্যাসান গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী (৩২) ও চাঁদপুরের শাহারাস্থী উপজেলার দোইয়ারা একাতরী গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে ও প্রাইভেটকারের চালক ফরিদ মিয়া (৩০)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ডিসেম্বর দুপুরে র্যাবের একটি দল সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল মোড়ে ঢাকা-রংপুরগামী মহাসড়কের ওপর একটি মাদক বিরোধী অভিযান...
সিরাজগঞ্জে দুইটি প্রাইভেটকারসহ ৬১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি:
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টায় উপজেলার বেড়বাড়ী, ৯ টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানন, ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতো। সে রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। এদিকে সকাল ৯ টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে। অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ...
চাঁদপুরে জাহাজে ৭ জনের মরদেহ পাওয়া গেলো
অনলাইন প্রতিবেদক
জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল চাঁদপুরের মেঘনায়। সেই জাহাজে সাতজনের মরদেহ আছে জানা গেল আজ সোমবার ( ২৩ ডিসেম্বর) । বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপুর ১টার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। চাঁদপুরের নৌ-পিলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। news24bd.tv/ডিডি
কারখানা খুলে দেওয়ার দাবিতে আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে রোববার (২২ ডিসেম্বর) সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটোকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর