কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে স্ত্রী হাইলির বিচ্ছেদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিবারের একটি বিধ্বস্ত ছবি। সেখানে বেশ কঙ্কালসার দেখাচ্ছে তাকে। ভাঙা গাল, কোটর থেকে বেরিয়ে আসছে চোখ। শরীরের এই হাল দেখে বোঝা যাচ্ছে, মানসিকভাবে ভালো নেই তিনি। অনেকে মনে করছেন, আবারও মাদকে ডুবে গেছেন বিবার। জানা গেছে, একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি সত্যিই তাকে ডাকা হলে বিষয়টি তার পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে গেছেন। দুই, এই কারণেই হেইলির সঙ্গে গায়কের ছয় বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে। অন্যদিকে জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী...
সংসার ভাঙতে যাচ্ছে জাস্টিন বিবারের
অনলাইন ডেস্ক
‘সার্কাসকন্যা’ রূপে মিথিলা
বড় পর্দায় এবার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভিন্ন রূপে দেখা যাবে। এবার তিনি সার্কাসকন্যার ভূমিকায় হাজির হচ্ছেন। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে মিথিলার নতুন ছবি জলে জ্বলে তারা। এই ছবির নির্মাতা অরুণ চৌধুরী। সিনেমাটিতে মিথিলা রয়েছেন তারা চরিত্রে। নদীর ধারে বাস করা এই চরিত্র সার্কাস দেখিয়ে বেড়ায়। এ প্রসঙ্গে মিথিলা বলেন, আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সার্কাসে নাচতে হয়েছে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য তা আমার শরীরে লাগেনি। তিনি বলেন, এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য ছিল আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের...
৪০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’
অনলাইন ডেস্ক
দেশীয় সিনেমার গানে রেকর্ড করে চলেছে তুফান ছবির গান দুষ্টু কোকিল। গেল বছর সিনেমায় সবচেয়ে আলোচিত গান ছিল এটি। যে গানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল ওপার বাংলার মিমি চক্রবর্তীকে। গ্লোবালি ব্লকবাস্টার তুফান ছবির দুষ্টু কোকিল প্রকাশের পর দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীরা মজেছিল এই গানে। রিলস, টিকটক থেকে শুরু করে বিয়েবাড়ি জন্মদিন, পিকনিক এমনকি খেলার মাঠে ক্রিকেটাররাও এ গানের তালে নেচে উল্লাস করে থাকেন হরহামেশাই। এ কারণে মাত্র ৭ মাসে চরকি ও এসভিএফের দুই ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ছাড়িয়েছে। যা দুই বাংলার বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড! দেশীয় সিনেমার গানে রেকর্ড হিসেব মতে, পৃথিবীময় ৪০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে। তাদের একবার হলেও নজরে এসেছে আলোচিত দুষ্টু কোকিল! গানটির অভূতপূর্ব সাফল্যে ইউটিউবের হাজারও...
পাহাড়ের খাদে পড়ে নোরা ফাতেহির মৃত্যুর গুজবে যা বললো তার টিম
অনলাইন ডেস্ক
দিনকয়েক আগেই লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে ভয়াবহ আগুন চাক্ষুষ করেছিলেন নোরা ফতেহি। ভয়ঙ্কর সেই মুহূর্তের কথা সকলের সঙ্গে ভাগ করেছিলেন অভিনেত্রী। এবার আরও বড় খবর প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়েছে অভিনেত্রীকে নিয়ে বড় খবর-- মৃত্যু হয়েছে তাঁর। ভিডিওটি রীতিমতো ভাইরাল। একজন নারীকে একটি গভীর খাদের উপর দিয়ে দড়ি পার হতে দেখা যাচ্ছে। হঠাৎই সেখান থেকে পাহারের খাদে পড়ে যান তিনি। খবর ছড়িয়ে পড়ে ওই নারী নাকি নোরা ফতেহি। খবর ছড়াতেই কী জানা গেল নোরার টিমের তরফে? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, নোরা ফতেহি মারা গিয়েছেন। ভাইরাল ভিডিওতে, একজন নারীকে পাহাড়ের কোলে বাঞ্জি জাম্পিং করতে দেখা যাচ্ছে। সেখানে যোগ দিতে গিয়েই নাকি বিপত্তি। হঠাৎ, লাইন ভেঙে নারী একটি গভীর খাদে পড়ে যান। এই ভিডিওতে নারীর মুখ স্পষ্ট দেখা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর