শ্রম আইন অনুসরণ না করে বিধিবহির্ভূত শ্রমিক ছাঁটাই করলে কারখানা মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ে আরএমজি খাতের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ২০তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পোশাক খাত নিয়ে চক্রান্তকারীদের দেশের শত্রু আখ্যা দিয়ে শ্রম সচিব বলেন, শ্রমিক ছাঁটাইয়ের মাধ্যমে ঈদের পর নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে। এ ধরনের অপচেষ্টা হলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিচ্ছে, ঈদের পর শ্রমিকরা যখন কাজে ঢুকবে তখন বড় ধরনের ছাঁটাই করা হবে, আরেকটা উত্তেজনা তৈরি করা হবে। এ কারণে আজ বৈঠক করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রম সচিব বলেন,...
বিধিবহির্ভূত শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: শ্রম সচিব
নিজস্ব প্রতিবেদক

বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের ৮ বিভাগে
অনলাইন ডেস্ক

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্থাটি জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয় এবং সুস্পষ্ট...
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক

৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে এবং তা চলবে ১৬ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ এপ্রিল সকাল ১০টায় আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে শুরু হওয়া এই পরীক্ষাটি ১৬ জুন পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এছাড়াও, সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সময়ে কাগজপত্র জমা না দিলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে...
ড. ইউনূসের সঙ্গে পিটার হাসের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস অন্তর্বর্তী সকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (০৮ মার্চ) প্রধান উপদেষ্টা সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের বিষয়েটি নিশ্চত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উল্লেখ্য, পিটার ডি হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালেই এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এই পেশাদার কূটনীতিক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত ছিলেন। এরপর ২০২৪ সালের অক্টোবরে তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন। সূত্র: বাসস news24bd.tv/এআর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর