কোটার বিষয়টি উচ্চ আদালতে তোলার কোনো যৌক্তিকতা নেই: জি এম কাদের

  

কোটার বিষয়টি উচ্চ আদালতে তোলার কোনো যৌক্তিকতা নেই: জি এম কাদের

অনলাইন ডেস্ক

কোটার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, এটি সংসদের মাধ্যমে বাস্তবায়ন করবে সরকার। এটি উচ্চ আদালতে তোলার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয়পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের।

আজ রোববার (১৪ জুলাই) প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, অনাগ্রসর, প্রতিবন্ধীদের জন্য যৌক্তিক কোটা রাখা প্রয়োজন রয়েছে।

এসময় হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করে তিনি বলেন, দেশের সুশাসন ও জনগণের নিরাপত্তা দিয়েছিলেন এরশাদ। রাষ্ট্রের স্বর্নযুগ ছিলো বলেই তিনি পল্লী বন্ধু হয়ে উঠেছিলেন।

তিনি আরও বলেন, এরশাদ সাহেব জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ করেছেন। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মানুষের জীবনের মান উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, কোনো দুর্নীতি যাতে না হয় তিনি সেই ব্যবস্থা করেছিলে।

বর্তমান সরকার বাজেট করে অনেক বাহাদুরি করছে। এরশাদ সাহেব আপনাদের (আওয়ামী লীগ সরকার) মতো জনগণকে কষ্ট দেয়নি, জনগণের ওপর জুলুম করেনি।

news24bd.tv/SHS