‘ও ভাইও হামাক এনা বোন কয়া ডা‌কো রে’, সাইদের বোনের আহাজারি!

‘ও ভাইও হামাক এনা বোন কয়া ডা‌কো রে’, সাইদের বোনের আহাজারি!

অনলাইন ডেস্ক

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনে আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপু‌রে পু‌লি‌শের সঙ্গে সংঘ‌র্ষে আবু সাইদ নিহত হন।

বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

এ সময় পুলিশ-শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এ সংঘর্ষে আবু সাঈদ নামে এক শিক্ষার্থী নিহত হয়।  

আবু সাইদ বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়‌নের বাবনপুর গ্রামের মকবুল হো‌সেনের ছোট ছে‌লে।

 

আবু সাঈদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে কান্নার রোল পড়ে যায়। নিহ‌তের ছোট বোন সু‌মির আহাজারিতে আকাশ-বাতাস ভা‌রী হ‌য়ে‌ উঠেছে। তি‌নি কান্নাজ‌ড়িত ক‌ণ্ঠে ব‌লেন, হামার ভাইকে ওরা মে‌রে ফেলল ক্যান? ও ভাইও হামাক এনা বোন কয়া ডা‌কো রে।

এ সময় দেখা যায়, পাশেই সাঈদের মা ম‌নোয়ারা নির্বাক হ‌য়ে ফ্যাল ফ্যাল ক‌রে সবার দি‌য়ে চে‌য়ে আছে। মা‌ঝে মা‌ঝে বাবা-বাবা ব‌লে আর্তনাদ করছে। বাবা মকবুল হো‌সেনের নির্বাক হয়ে গেছেন । তি‌নিও সবার মু‌খের দি‌কে অপলক দৃ‌ষ্টি‌তে তা‌কি‌য়ে আছেন।

আবু সাঈদ বেগম রো‌কেয়া বিশ্ব‌বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কা‌রের প্রধান সমন্বয়ক ছি‌লেন। তার মৃত্যুতে এলাকা শো‌কে আচ্ছন্ন হ‌য়ে‌ছে।

news24bd.tv/কেআই/আইএইচ