রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান

রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান

অনলাইন ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ওয়াশরুম থেকে বেশকিছু ককটেল ও বাঁশের লাঠি জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় ছাত্রদল নেতাসহ সাতজনকে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫-৬ বোতল পেট্রোল, ৫০০টি লাঠি, ৭টি দেশি-বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। এ সময় ছাত্রদল সাবেক সভাপতি শ্রাবণসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘যারা গুজব ছড়াচ্ছে, এখানে অর্থ বিনিয়োগ করছে, অপরাজনীতি করেছে তাদের নাম আমরা পেয়েছি। তাদের সবাইকে গ্রেফতার করা হবে।

এক দল রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ছাত্রদের ব্যবহার করছে। কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করছে। তাদের গ্রেপ্তারে ডিবি বিভিন্ন এলাকায় কাজ করছে। তাদের নাম এখনই বলব না। ’

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর