স্থগিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ফাইল ছবি

স্থগিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

অনলাইন ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্র, শনি ও রোববারের (১৯, ২০ ও ২১ জুলাই) সব পরীক্ষা স্থগিতের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৯ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া একই তারিখের মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস), মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম), সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (সিইএলপি), এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এমএস ইন এনাটমোলজি, এমএস ইন অ্যাগ্রোনমি, এমএস ইন অ্যাকুয়া কালচার, এমএস ইন পোলট্রি সায়েন্স, সার্টিফিকেট ইন পিসিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং (সিপিএফপি), সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি (সিএলপি), মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিয়েশন (এমডিএমআর) স্থগিত করা হয়েছে।

আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম), মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিয়েশন (এমডিএমআর) এবং ২১ জুলাইয়ে বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৩ (বহি: বাংলাদেশ নিশ-২) স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে এ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

news24bd.tv/SHS