পদত্যাগ করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান

মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিয়াটেল।

ট্রাম্পকে হত্যাচেষ্টা

পদত্যাগ করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার জেরে মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিয়াটেল তার দায়িত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছেন। খবর বিবিসির।

কংগ্রেস কমিটির কাছে কিম্বারলি স্বীকার করেছেন, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা তাদের একটি বড় ব্যর্থতা। গত সোমবার কংগ্রেস কমিটির কাছে দীর্ঘ ছয় ঘণ্টা মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

এর আগে গত ১৩ জুলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের সমাবেশে গুলি চালানো হয়।

এতে ট্রাম্প সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান। ওই ঘটনায় একজন নিহত হন। এ ছাড়া হামলাকারী তরুণও প্রাণ হারান।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় নেতারাই ট্রাম্পের ওপর হামলার ঘটনা এড়াতে ব্যর্থতার দায়ে কিম্বারলির পদত্যাগ দাবি করেন।

news24bd.tv/DHL