নড়াইলে শ্যালককে পিটিয়ে হত্যার দায়ে ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার(২ জানুয়ারি) বেলা ১২টার দিকে নড়াইলের অতিরিক্তি জেলাও দায়রা জজ মো. শাহজাহান আলী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কয়েদির নাম কুদ্দুস ফকির, যাবজ্জীবন ছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত কুদ্দুস ফকির নড়াগাতী থানার চোরখালী গ্রামের বাসিন্দা। কুদ্দুস পারিবারিক কলহের জেরে তার শ্যালক রুকু শেখকে ২০২১ সালের ৩ ডিসেম্বর মাথায় শাবলের আঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগমের দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রকৃয়া চলাকালে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ হলে বৃহস্পতিবার (২ জানুয়ারি ) রায়ের ধার্য দিনে আদালত মামলার একমাত্র আসামি কুদ্দুসকে যাবজ্জীবন ছাড়াও...
শ্যালককে পিটিয়ে হত্যা, ভগ্নিপতির যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
পঞ্চগড়ে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি অডিটোরিয়ামে এই মুক্ত আড্ডার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়। জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষ্যে এই আয়োজন। আড্ডায় শিক্ষক, শিক্ষার্থী, সুধিসমাজ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা অংশ নেন। মুক্ত আড্ডায় কল্যাণ রাষ্ট্র নির্মাণে ছাত্র সমাজের ভাবনা শির্ষক পাাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান। মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল কাদের, পঞ্চগড় সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা শিশু কর্মকর্তা আক্তারুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সরকার হায়দার, বৈষম্য...
ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হাটগোপালপুর বাজার সংলগ্ন পাওয়ার হাউজের সামনে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী হরিশংকরপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যানে করে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে রেখে ফিরছিলেন লিয়াকত আলী। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাট গোপালপুর পাওয়ার হাউজের সামনে আসা মাত্রই মুজিবনগর থেকে ছেড়ে আসা কোয়াকাটাগামী নিউ মর্ডান এক্সপ্রেস নামের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকিয়ে পড়ে ভ্যান চালক লিয়াকত আলী ঘটনাস্থলেই নিহত হয়। আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ...
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫), পারুল আক্তার (৩০), জুলহাস (২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের ভিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বিকেলে দুপক্ষের লোকজন খোলা মাঠে লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর