প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা বাতিল করে রায় দিয়েছেন আদালত। এই নোবেলজয়ীর আপিল মঞ্জুর করে আজ বুধবার (২৩ এপ্রিল) রায়টি দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ। এর আগে অভিযোগ গঠনের বৈধতা এবং মামলার কার্যধারা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত ১৯ মার্চ আপিল বিভাগ রায়ের জন্য ২৩ এপ্রিল দিন ঠিক করেছিলেন। আরও পড়ুন তড়িঘড়ি করে সৌদি ছেড়ে ভারতে ফিরলেন নরেন্দ্র মোদি ২৩ এপ্রিল, ২০২৫ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আদালতে আবেদনের পক্ষে ছিলেন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপক্ষে ছিলেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। দুদকের উপ-পরিচালক...
ড. ইউনূসের নামে দুদকের মামলা বাতিল
অনলাইন ডেস্ক

‘গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার’
নিজস্ব প্রতিবেদক

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। গুম হত্যার চেয়েও জঘন্য অপরাধ। নতুন আইনের মাধ্যমে গুম নিয়ন্ত্রণ সম্ভব হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তারা অধ্যাদেশের নানা বিষয় তুলে ধরেন। বিগত হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ও নানা কারণে গুম হন কয়েক হাজার মানুষ। যার মধ্যে অনেকের কোনো খোঁজ মেলেনি। এসব গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার বিরুদ্ধেও। ৫ আগস্টের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে। বেরিয়ে আসে গুমের ভয়াবহতা। এমন অবস্থায় প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ নিয়ে আজ মতবিনিময় সভায় বক্তারা তুলে ধরেন গুমের ভয়াবহতা।...
মাগুরার সেই শিশুর পক্ষে লড়বেন এহসানুল হক সমাজী
অনলাইন ডেস্ক

মাগুরায় সেই আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলায় লড়তে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। সরকারের নিয়োগে এ মামলায় রাষ্ট্রপক্ষে লড়বেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সুবিধাদিপ্রাপ্ত) অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। গত রোববার (২০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। নিয়োগ আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৮ ডিসেম্বর ৭৪২ নম্বর স্মারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সুবিধাদিপ্রাপ্ত) হিসেবে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে চুক্তিভিত্তিক নিয়োজিত করার আদেশের পরিপ্রেক্ষিতে তাকে মাগুরা জেলার সদর উপজেলার ৮ বছর বয়সি শিশু আছিয়া হত্যা, মামলা নম্বর-১৪, তারিখ : ০৮/০৩/২০২৫, ধারা : ৯(৪) (ক)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন...
মানিকগঞ্জ জেলা আ.লীগ সভাপতি ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়। তবে মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন কিন্তু আদালত প্রাথমিক তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, চলতি মাসের ৮ এপ্রিল বেলা ১১টার দিকে গোলাম মহীউদ্দীন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানিকালে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার পরপরই দায়ের করা মামলায় গোলাম মহীউদ্দীনকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর