সংগীতশিল্পী জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংগীতশিল্পী জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এক শোক বার্তায় এই গায়কের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, জুয়েলের মত প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদকে হারানোর ক্ষতের মাঝেই চলে গেলেন হাসান আবিদুর রেজা জুয়েল। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

জানা যায়, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়।

সর্বশেষ গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই আজ না ফেরার দেশে পাড়ি জমালেন এই সংগীতশিল্পী।  

news24bd.tv/TR